Tumio Chaamp

ধিন-তা-ধিন
তা-তা, ধিনি, ধিন-তা-ধিন
তা-তা, ধিনি, ধিন-তা-ধিন
তা-তা, ধিনি, ধিন-তা-ধিন
তা-তা, ধিনি, ধিন-তা-ধিন
তা-তা, ধিনি, ধিন-তা-ধিন
তা-তা, ধিনি, ধিন

একই পথে রোজ (ধিন-তা-ধিন, ধিন-তা-ধিন)
খেলে চলে হাওয়া (ধিন-তা-ধিন, ধিন-তা-ধিন)
তোমায় ছুঁয়ে দেখে (ধিন-তা-ধিন, ধিন-তা-ধিন)
তুমি কতটা কঠিন (ধিন-তা-ধিন, ধিন-তা-ধিন)

একই পথে রোজ
তুমি হেঁটে ফেরো
তোমার ময়লা জামায়
লেগে থাকে সারাদিন

আমাদের চোখে কোনো ক্লান্তি নেই
লড়ে যাই এটা অভ্যেস
আমাদের চেপে থাকা যন্ত্রণায়
হাসিমুখ মানিয়েছে বেশ

প্রতি রাতে বাড়ি ফিরে
এত মানুষের ভিড়ে Chaamp
আমিও Chaamp
রোদে জ্বলে, ঘামে ভিজে
একবারও থামেনি যে Chaamp
তুমিও Chaamp
তুমিও Chaamp

যতটুকু প্রাণ ততটুকু দিয়ে
নিজেকে সাজিয়ে বেঁচে থাক প্রত্যয়
এ ভাগ্যের চাকা ঘোরে নিরবে
দাঁতে দাঁত চিপে ছুটে যেতে হয়

আমাদের চোখে কোনো ক্লান্তি নেই
লড়ে যাই, এটা অভ্যেস
আমাদের চেপে থাকা যন্ত্রনায়
হাসিমুখ মানিয়েছে বেশ

প্রতি রাতে বাড়ি ফিরে
এত মানুষের ভিড়ে Chaamp
আমিও Chaamp
রোদে জ্বলে, ঘামে ভিজে
একবারও থামেনি যে Chaamp
তুমিও Chaamp, তুমিও

প্রতি রাতে বাড়ি ফিরে
এত মানুষের ভিড়ে Chaamp
আমিও Chaamp
রোদে জ্বলে, ঘামে ভিজে
একবারও থামেনি যে Chaamp
তুমিও Chaamp
তুমিও Chaamp



Credits
Writer(s): Anupam Roy
Lyrics powered by www.musixmatch.com

Link