Shono Banglaar Jana Samudrey

শোনো, শোনো
শোনো, শোনো

শোনো বাংলার জনসমুদ্রে জোয়ারের হুংকার
জোয়ারের হুংকার, জোয়ারের হুংকার
বিপ্লব স্রোতে নিঃশেষ হবে দুশমন জনতার

জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলার জয়

মুজিবের ডাকে এক হয়ে গেছে হিন্দু-মুসলমান
অমানিশা গেছে, উঠেছে সূর্য, আঁধারের অবসান
মুজিবের ডাকে এক হয়ে গেছে হিন্দু-মুসলমান
অমানিশা গেছে, উঠেছে সূর্য, আঁধারের অবসান
বাংলাদেশের জনতার জয় এবারে সুনিশ্চয়

জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলার জয়

বাংলা ভাষা সে জননী মোদের, তারে কভু যায় ভোলা?
রবীন্দ্রবাণী অভয়মন্ত্র নীতি প্রাণে দেয় দোলা
নীতি প্রাণে দেয় দোলা

বাংলা ভাষা সে জননী মোদের, তারে কভু যায় ভোলা?
রবীন্দ্রবাণী অভয়মন্ত্র নীতি প্রাণে দেয় দোলা
নীতি প্রাণে দেয় দোলা

শোনো বাংলার মাঠে-ঘাটে আজ আগুনের জয়গান
মুক্তি লভিতে বুকের রক্ত ঢালে তারা অফুরান
শোনো বাংলার মাঠে-ঘাটে আজ আগুনের জয়গান
মুক্তি লভিতে বুকের রক্ত ঢালে তারা অফুরান
বিশ্বের লোক বাংলার পানে বিস্ময়ে চেয়ে রয়

জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলার জয়
জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলার জয়
জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলার জয়



Credits
Writer(s): Soumendranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link