Moneri Majhe Jeno - Studio

মনেরই মাঝে যেন নাড়ছে কড়া কেউ
দূরের নদীপাড়ে আছড়ে পড়ে ঢেউ
এ জেলখানা জুড়ে লাগানো canvas-এ
ছবিটা আধখানা শূন্যে চেয়ে আছে

Diary-তে সাদা পাতা
কোনো কিছু কেন লেখা নেই?
ঘুমের এক নকশিকাঁথা ঢেকে দেবে যেন
তোমাকেই, তোমাকেই, তোমাকেই

দিনটা এইসবে ভাঙছে আড়মোড়া
ভোরের মিঠে হাওয়া একলা সাথি ছাড়া
একটা দুটো করে জমছে ঝরাপাতা
গলিতে, ফুটপাতে অচেনা কলকাতা

কোনো কোনো মানুষের
ছকে বাঁধা পথে চলা নেই
জীবনেরই টানাপোড়েন এগোতে দেবে না
কিছুতেই, কিছুতেই, কিছুতেই

ভাঙা আয়না, মুখ চেড়া চেড়া
বোবা চেতনা, সব ছাড়া ছাড়া
ভাঙা আয়না, মুখ চেড়া চেড়া
বোবা চেতনা, সব ছাড়া ছাড়া
ফেরার যে রাস্তা খোলা নেই

মনেরই মাঝে যেন নাড়ছে কড়া কেউ
দূরের নদীপাড়ে আছড়ে পড়ে ঢেউ
এ জেলখানা জুড়ে লাগানো canvas-এ
ছবিটা আধখানা শূন্যে চেয়ে আছে

Diary-তে সাদা পাতা
কোনো কিছু কেন লেখা নেই?
ঘুমের এক নকশিকাঁথা ঢেকে দেবে যেন
তোমাকেই, তোমাকেই, তোমাকেই



Credits
Writer(s): Joy Sarkar, Suchandra Chouwdhury
Lyrics powered by www.musixmatch.com

Link