Baishnob Sei Jon

বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন
পরের বেদন-ব্যথা জানে রে
বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন
পরের বেদন-ব্যথা জানে রে

পরের তরে তার শত উপকারে
পরের তরে তার শত উপকারে
গর্ব থাকে না কোনোখানে রে
বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন
পরের বেদন-ব্যথা জানে রে

সকল লোকের বন্দনায় রত
নিন্দা কথা না জানে রে
সকল লোকেরও বন্দনায় রত
নিন্দা কথা না জানে রে
বিশ্বাসে অবিচল, সদভাবনায় মন
জননী ধন্য ধনমানে রে

বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন
পরের বেদন-ব্যথা জানে রে

সমদৃষ্টিধারী ধরণীর নারী
যেই রূপে দেখে তার জননী রে
সমদৃষ্টিধারী ধরণীর নারী
যেই রূপে দেখে তার জননী রে
মিথ্যাবচন ভুলে, না দেখে চোখ তুলে
অন্যের সম্পদ পানে রে

বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন
পরের বেদন-ব্যথা জানে রে

এ জীবন লোভ আর শঠতা রোহিত
কাম-ক্রোধ নিবারণ রে
এ জীবন লোভ আর শঠতা রোহিত
কাম-ক্রোধ নিবারণ রে
কোথা সে মানুষ যার দর্শন 'পরে
মোক্ষ মিলবে লক্ষ্য প্রাণে রে

বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন
পরের বেদন-ব্যথা জানে রে
বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন
পরের বেদন-ব্যথা জানে রে
বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন
পরেরও বেদন-ব্যথা জানে রে

পরের তরে তার শত উপকারে
পরের তরে তার শত উপকারে
গর্ব থাকে না কোনোখানে রে
বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন
পরের বেদন-ব্যথা জানে রে



Credits
Writer(s): Anindya Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link