Dyakha Howbe Bole

দেখা হবে বলে বারেবারে ছুটে আসা
চেনা চৌকাঠে চাওয়াগুলো ধুতে আসা
ছায়া পাবো বলে হাতে হাতে ছুঁতে আসা
ভালোবাসাকে

দেখা হবে বলে বারেবারে ছুটে আসা
চেনা চৌকাঠে চাওয়াগুলো ধুতে আসা
ছায়া পাবো বলে হাতে হাতে ছুঁতে আসা
ভালোবাসাকে

ও এত মন এত জন মিলে স্বপ্ন দেখায়
এত মন এত জন মিলে স্বপ্ন দেখায়
একি ঘর একি স্বর হয়ে ভাসছে হাওয়ায়
একি ঘর একি স্বর হয়ে ভাসছে হাওয়ায়

দেখা হবে বলে বারেবারে ছুটে আসা
চেনা চৌকাঠে চাওয়াগুলো ধুতে আসা
ছায়া পাবো বলে হাতে হাতে ছুঁতে আসা
ভালোবাসাকে

এত মন এত জন মিলে স্বপ্ন দেখায়
এত মন এত জন মিলে স্বপ্ন দেখায়

চিলেকোঠাকে চিঠি লিখে পাঁচিল
আমরা সকলে সাক্ষী হয়ে আছি
এক দালানের রোদ পোহানোর শান্তি মেখে খাটে
যেখানে মন ভাত বেড়ে দেয় ভালোবাসার পাতে

দেখা হবে বলে বারেবারে ছুটে আসা
চেনা চৌকাঠে চাওয়াগুলো ধুতে আসা
ছায়া পাবো বলে হাতে হাতে ছুঁতে আসা
ভালোবাসাকে

এত মন এত জন মিলে স্বপ্ন দেখায়
এত মন এত জন মিলে স্বপ্ন দেখায়
একি ঘর একি স্বর হয়ে ভাসছে হাওয়ায়
একি ঘর একি স্বর হয়ে ভাসছে হাওয়ায়

এই যে শেষ না হওয়ায় চোরুইভাতি
পায়ে পায়ে এগোনো একি সে মাটি
এই তো সুযোগ এই তো সুযোগ একি সাথে থাকার
যে কটা দিন সামনে আছে আলো করে রাখার

দেখা হবে বলে বারেবারে ছুটে আসা
চেনা চৌকাঠে চাওয়াগুলো ধুতে আসা
ছায়া পাবো বলে হাতে হাতে ছুঁতে আসা
ভালোবাসাকে

ও এত মন এত জন মিলে স্বপ্ন দেখায়
এত মন এত জন মিলে স্বপ্ন দেখায়
একি ঘর একি স্বর হয়ে ভাসছে হাওয়ায়
একি ঘর একি স্বর হয়ে ভাসছে হাওয়ায়



Credits
Writer(s): Indradip Das Gupta, Srijato Srijato
Lyrics powered by www.musixmatch.com

Link