Boiragi Tor Ektara Je - Studio

বৈরাগী, তোর একতারা যে বাজন ভুলেছে
বৈরাগী, তোর একতারা যে বাজন ভুলেছে
কখন, কবে, জানিস নাকি
তোর আগলে দিয়ে ফাঁকি
কখন, কবে, জানিস নাকি
তোর আগলে দিয়ে ফাঁকি
হাজার তারে মোহন বীণার ছন্দ তুলেছে
বাজন ভুলেছে

বৈরাগী, তোর একতারা যে বাজন ভুলেছে
বৈরাগী, তোর একতারা যে বাজন ভুলেছে

ঘরছাড়া সুর গেল কোথায়, ও বৈরাগী
ঘর গড়া সুর তুলে সে হায় দোষের ভাগী
ঘরছাড়া সুর গেল কোথায়, ও বৈরাগী
ঘর গড়া সুর তুলে সে হায় দোষের ভাগী
মন্দ হাওয়া লেগে দক্ষিণ দুয়ার খুলেছে
পাষাণ গলেছে, বাজন ভুলেছে

বৈরাগী, তোর একতারা যে বাজন ভুলেছে
বৈরাগী, তোর একতারা যে বাজন ভুলেছে

আজ বুঝি তোর একলা পথে বকুল ফুটেছে
কোন জোয়ারে রূপসাগরে তুফান উঠেছে
আজ বুঝি তোর একলা পথে বকুল ফুটেছে
কোন জোয়ারে রূপসাগরে তুফান উঠেছে

গৈরিকে ভিন রঙ লেগেছে, ও বৈরাগী
সর্বনাশা ও রঙ, ওরে গৃহত্যাগী
গৈরিকে ভিন রঙ লেগেছে, ও বৈরাগী
সর্বনাশা ও রঙ, ওরে গৃহত্যাগী
দেখবি হঠাৎ মনটা রঙিন দোলায় দুলেছে
পাখনা মেলেছে, বাজন ভুলেছে

বৈরাগী, তোর একতারা যে বাজন ভুলেছে
কখন, কবে, জানিস নাকি
তোর আগলে দিয়ে ফাঁকি
হাজার তারে মোহন বীণার ছন্দ তুলেছে
বাজন ভুলেছে

বৈরাগী, তোর একতারা যে বাজন ভুলেছে
বৈরাগী, তোর একতারা যে বাজন ভুলেছে



Credits
Writer(s): Jatileswar Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link