Belasesher Gaan

পথে পড়ে থাকা বইগুলো
ওল্টালে আনমনা ধূলো
ছোঁয়া টোঁয়া গায়ে লাগে তারই
লেপ কাঁথা মাদুর মশারি

হাওয়া দেবে একা চিলেকোঠা
প্রহর জমানো বাক্সটা
কে খেলে খুচরো ছিনিমিনি
আমি কি আমাকে ঠিক চিনি
কি এনেছো আজ বলো মুঠোয়

বেলাশেষের গান
বেলা... শেষের গান
বেলা... শেষের গান

স্মৃতিরা এমনি খুব বাজে
যা খুশি বলছে আন্দাজে
স্মৃতিটিতি এমনি খুব বাজে
কথা বলে যায় আন্দাজে

হঠাৎ গুলিয়ে গেলে বেসামাল ঢেউ ঠেলে
বাড়ি ফেরা আর হলো না যে
রাস্তা গুলিয়ে গেলে বেসামাল ঢেউ ঠেলে
বাড়ি ফেরা আর হলো না যে
কি আছে ঠোঁটের খড়কুটোয়

বেলাশেষের গান
বেলা... শেষের গান
বেলা... শেষের গান
বেলা... শেষের গান
বেলা... শেষের গান



Credits
Writer(s): Anindya Chattopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link