Khachar Vitar Achin Pakhi Kemne Aase Jai

তারে ধরতে পারলে মন বেড়ি
ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায়
কমনে আসে যায়?
খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়?

তারে ধরতে পারলে মন বেড়ি
ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায়
কমনে আসে যায়?
খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়?

আট কুঠুরি, নয় দরজা আঁটা
মধ্যে মধ্যে ঝরকা কাঁটা
আট কুঠুরি, নয় দরজা আঁটা
মধ্যে মধ্যে ঝরকা কাঁটা
তার উপরে সদর কোঠা
তার উপরে সদর কোঠা, আয়না মহল তায়

কমনে আসে যায়?
খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়?

কপালের ফের নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার?
কপালের ফের নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার?
কোনদিন খাঁচা ছেড়ে পাখি আমার কোন বনে পালায়

কমনে আসে যায়?
খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়?

মন তুই রইলি খাঁচার আশে
খাঁচা যে তোর কাঁচা বাঁশের
মন তুই রইলি খাঁচার আশে
খাঁচা যে তোর কাঁচা বাঁশের
কোনদিন খাঁচা পড়বে খসে
কোনদিন খাঁচা পড়বে খসে
ফকির লালন কেঁদে কয়

কমনে আসে যায়?
খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়?

তারে ধরতে পারলে মন বেড়ি
ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পা'য়
কমনে আসে যায়?
খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়?

পাখি কমনে আসে যায়?
পাখি কমনে আসে যায়?



Credits
Writer(s): Raja Narayan Deb
Lyrics powered by www.musixmatch.com

Link