Pure Gechhe Chokh

পুড়ে গেছে চোখ, তবু ভালো হোক
কথার পালক হাওয়ায়-হাওয়ায়

ভেঙে গেছে ঘর, একা ঈশ্বর
কপালের জ্বর খবর পাঠায়

পাথরের নীচে চাপা ঘাস
বিষাদের ফুল হয়ে ফোটে
অযত্নে ফেলে রাখা প্রেম
একদিন বিষ হয়ে ওঠে

পুড়ে গেছে চোখ, তবু ভালো হোক
কথার পালক হাওয়ায়-হাওয়ায়

ওগো তুমি আদরের পাখি
বৃদ্ধ এ ডালে বাঁধো বাসা
ভালোবেসে মরে যাওয়া বাকি
সময়ের আজব তামাশা

ওগো তুমি আদরের পাখি
বৃদ্ধ এ ডালে বাঁধো বাসা
ভালোবেসে মরে যাওয়া বাকি
সময়ের আজব তামাশা

পাথরের নীচে চাপা ঘাস
বিষাদের ফুল হয়ে ফোটে
অযত্নে ফেলে রাখা প্রেম
একদিন বিষ হয়ে ওঠে

যত ভাগে ভাগ করো তুমি
পড়ে থাকে শুধু ভাগশেষ
বিচ্ছেদ কেন মরশুমি
পাতা ঝরে যাওয়া অভ্যেস

যতো ভাগে ভাগ করো তুমি
পড়ে থাকে শুধু ভাগশেষ
বিচ্ছেদ কেন মরশুমি
পাতা ঝরে যাওয়া অভ্যেস

পাথরের নীচে চাপা ঘাস
বিষাদের ফুল হয়ে ফোটে
অযত্নে ফেলে রাখা প্রেম
একদিন বিষ হয়ে ওঠে

পুড়ে গেছে চোখ, তবু ভালো হোক
কথার পালক হাওয়ায়-হাওয়ায়

ভেঙে গেছে ঘর, একা ঈশ্বর
কপালের জ্বর খবর পাঠায়

পাথরের নীচে চাপা ঘাস
বিষাদের ফুল হয়ে ফোটে
অযত্নে ফেলে রাখা প্রেম
একদিন বিষ হয়ে ওঠে, হে



Credits
Writer(s): Rajib Chakraborty, Joy Sarkar
Lyrics powered by www.musixmatch.com

Link