Bornoporichoy

অ-অজানা দ্বীপ, কেউ ডাকছে
আ-আলোর টিপ ডাকবাক্সে
এ-এমন দিন, শুরু picnic
ঐ আকাশে plane, রোদ ঝিকমিক

ওই দেখো সূর্যি গেল পাটে
গান বাজে ময়দান rampart-এ
ওই দেখো সূর্যি গেলো পাটে
গান বাজে ময়দান rampart এ
এই জীবনের সহজ পাঠে
শব্দেরা আজ হোক ভালো বন্ধু

কথা উড়ছে, কথা জুড়ছে
খুশি খুচরোর সঞ্চয়
কার ঠোঁটে অস্ফুটে, ফোটে বর্ণপরিচয়
কথা উড়ছে, কথা জুড়ছে
খুশি খুচরোর সঞ্চয়
কার ঠোঁটে অস্ফুটে, ফোটে বর্ণপরিচয়
হলো অল্প পরিচয়, হলো গল্প অভিনয়
আরও বেশি যদি হয়, হলে হোক না

ক-কলেজ street, ভেজা ট্রামে
খ-খড়কুটো, বৃষ্টি নামে
গ-গলির পথ, ভবঘুরে
ঘ-ঘুড়ির গান গেলো উড়ে

ঐ দেখো সূর্যি গেলো পাটে
গান বাজে ময়দান concert-এ
ঐ দেখো সূর্যি গেলো পাটে
গান বাজে ময়দান concert-এ
এই জীবনের সহজ পাঠে
শব্দেরা আজ হোক ভালো বন্ধু

কথা উড়ছে, কথা জুড়ছে
খুশি খুচরোর সঞ্চয়
কার ঠোঁটে অস্ফুটে, ফোটে বর্ণপরিচয়
কথা উড়ছে, কথা জুড়ছে
খুশি খুচরোর সঞ্চয়
কার ঠোঁটে অস্ফুটে, ফোটে বর্ণপরিচয়
হলো অল্প পরিচয়, হলো গল্প অভিনয়
আরও বেশি যদি হয়, হলে হোক না



Credits
Writer(s): Anindya Chattopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link