Timir Abagunthane Badan Tabo Dhaki

তিমির-অবগুণ্ঠনে বদন তব ঢাকি
কে তুমি, কে তুমি
কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী
তিমির-অবগুণ্ঠনে বদন তব ঢাকি
কে তুমি, কে তুমি
কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী
তিমির-অবগুণ্ঠনে

আজি সঘন শর্বরী, মেঘমগন তারা
নদীর জলে ঝর্ঝরি ঝরি ঝরি
ঝরিছে জলধারা
তমালবন মর্মরি মরি মরি
পবন চলে হাঁকি
কে তুমি, কে তুমি
কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী

তিমির-অবগুণ্ঠনে

যে কথা মম অন্তরে আনিছ তুমি টানি
জানি না কোন মন্তরে তাহারে দিব বাণী
যে কথা মম অন্তরে আনিছ তুমি টানি
জানি না কোন মন্তরে তাহারে দিব বাণী

রয়েছি বাঁধা বন্ধনে, বন্ধনে
ছিঁড়িব, যাব বাটে
যেন এ বৃথা ক্রন্দনে, ক্রন্দনে
এ নিশি নাহি কাটে
কঠিন বাধা-লঙ্ঘনে দিব না আমি ফাঁকি
কে তুমি, কে তুমি
কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী

তিমির-অবগুণ্ঠনে বদন তব ঢাকি
কে তুমি, কে তুমি
কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী
তিমির-অবগুণ্ঠনে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link