Jholmole Sob Din

ঝলমলে সব দিন ছিল, সেই ছিল স্কুল-বেলা
বই-খাতা, pen, skipping দড়ি, tiffin-এ তুমুল খেলা
ঝলমলে সব দিন ছিল, সেই ছিল স্কুল-বেলা
বই-খাতা, pen, skipping দড়ি, tiffin-এ তুমুল খেলা
ভাগ করে খাওয়া কাঁচা আম, আর চুরি করে দেখা ছবি
ভুলিনি ভুলিনি কিছুই, বন্ধু, মনে আছে আজও সবই

তুই আসতিস দুর থেকে বাসে আমার কাছে বাড়ি
টানটান চুল দুই বেণী বাঁধা, nine-এ উঠে শাড়ি
তুই আসতিস দুর থেকে বাসে আমার কাছে বাড়ি
টানটান চুল দুই বেণী বাঁধা, nine-এ উঠে শাড়ি
বড় দিদিমণি রাগী-গম্ভীর, সুধা দিদি ছিল কবি
ভুলিনি ভুলিনি কিছুই, বন্ধু, মনে আছে আজও সবই

পরীক্ষা এলে দুরুদুরু বুক, ঘাড় গুঁজে পড়ালেখা
পাস-ফেল নিয়ে মা-বাবার চোখে প্রশ্ন চিহ্ন আঁকা
পরীক্ষা এলে দুরুদুরু বুক, ঘাড় গুঁজে পড়ালেখা
পাস-ফেল নিয়ে মা-বাবার চোখে প্রশ্ন চিহ্ন আঁকা
জয়-পরাজয় আসে আর যায়, নানা চোখে নানা ছবি
ভুলিনি ভুলিনি কিছুই, বন্ধু, মনে আছে আজও সবই

বছর গিয়েছে, গিয়েছি হারিয়ে আমরা যে কে কোথায়
তবু বার বার হারানো সে দিন দু'চোখ জলে ভাসায়
হারিয়ে যা যায় ফিরে তো আসে না, মেনে নিতে হয় সবই
ভুলিনি ভুলিনি তবুও, বন্ধু, মনে আঁকা আছে ছবি



Credits
Writer(s): Kalyan Sen Barat, Suvasis Dasgupta
Lyrics powered by www.musixmatch.com

Link