Bidhir Bidhan

বিধির বিধান কাটাবে কে আর
বিধির বিধান কাটাবে কে আর
মানুষের আছে কতটা শক্তি
বিধিকে মানাবে হার
বিধির বিধান কাটাবে কে আর
বিধির বিধান কাটাবে কে আর

দিন যেত যার সুখের ঘরেতে
দিন কাটে তার পথের বুকেতে
দিন যেত যার সুখের ঘরেতে
দিন কাটে তার পথের বুকেতে
ফেলে ছড়িয়ে যে করতো আহার
ক্ষুধার অন্ন যে জোটে না তার

আমরা সবাই খেলার পুতুল
নিয়তির ইচ্ছায়
বিধির বিধান কাটাবে কে আর
বিধির বিধান কাটাবে কে আর

ভাগ্যের সাথে লড়ে অবিরাম
পায়ে ঝরে পড়ে কপালের ঘাম
ভাগ্যের সাথে লড়ে অবিরাম
পায়ে ঝরে পড়ে কপালের ঘাম
পাইনা শ্রমের পুরোপুরি দাম
কোনো মতে হয় দিন গুঁজি রাম
রক্ত প্রদীপ হয় যে জ্বালাতে
মোছাতে অন্ধকার

বিধির বিধান কাটাবে কে আর
বিধির বিধান কাটাবে কে আর
মানুষের আছে কতটা শক্তি
বিধিকে মানাবে হার
বিধির বিধান কাটাবে কে আর
বিধির বিধান কাটাবে কে আর



Credits
Writer(s): Akshaya Mohanty, Pulak Banerjee, Rajshree Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link