Bidhi Dagor

বিধি ডাগর আঁখি যদি দিয়েছিলে
সে কি আমারি পানে ভুলে পড়িবে না?
বিধি ডাগর আঁখি যদি দিয়েছিলে
সে কি আমারি পানে ভুলে পড়িবে না?
বিধি ডাগর আঁখি যদি দিয়েছিলে

দু'টি অতুল পদতলে রাতুল শতদল
জানি না কী লাগিয়া পরশে ধরাতল
অতুল পদতলে রাতুল শতদল
জানি না কী লাগিয়া পরশে ধরাতল
মাটির 'পরে তার করুণা মাটি হল
সে পদ মোর পথে চলিবে না?

বিধি ডাগর আঁখি যদি দিয়েছিলে
সে কি আমারি পানে ভুলে পড়িবে না?
বিধি ডাগর আঁখি...

তব কণ্ঠ 'পরে হয়ে দিশাহারা
বিধি অনেক ঢেলেছিলে মধুধারা
তব কণ্ঠ 'পরে হয়ে দিশাহারা
বিধি অনেক ঢেলেছিলে মধুধারা
যদি ও মুখ মনোরম শ্রবণে রাখি মম
নীরবে অতি ধীরে ভ্রমরগীতিসম
দু'কথা বল শুধু প্রিয় বা প্রিয়তম
তাহে তো কণা মধু ফুরাবে না

হাসিতে সুধানদী উছলে নিরবধি
নয়নে ভরি উঠে অমৃতমহোদধি
হাসিতে সুধানদী উছলে নিরবধি
নয়নে ভরি উঠে অমৃতমহোদধি
এত সুধা কেন সৃজিল বিধি
যদি আমারি তৃষাটুকু পুরাবে না

বিধি ডাগর আঁখি যদি দিয়েছিলে
সে কি আমারি পানে ভুলে পড়িবে না?
বিধি ডাগর আঁখি যদি দিয়েছিলে



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link