Aalo - Studio

থেকেছি অন্ধকারে
একলা একলা ঘরে
কালো কালো ছায়ার আলো যে বন্দি করে মারে
বড্ড যন্ত্রণা গো
বড্ড বঞ্চনা আজ
ঠিক ভুলের হিসেব নিকেশ
বুঝতে পারি না
(বুঝতে পারি না)
(বুঝতে পারি না)

স্বপ্নেরা কারাগারে (বুঝতে পারি না)
শুধু কেঁদে কেঁদে মরে (বুঝতে পারি না)
শেকল বেড়ি গারদ হতাশা (বুঝতে পারি না)
শেওলা ধরা ঘরে (বুঝতে পারি না)
থাকছি নির্বাসনে
অভিশপ্ত কালো মনে
রাস্তা শেষে পিশাচ এসে রাত্রে ধাওয়া করে

আজ আবার আলো ডাকছে আমাকে, আমাদের
আবার দিনের আলো জেগেছে মধ্যরাতে আজ
আজ আবার আলো, আলো
আবার দিনের আলো জেগেছে মধ্যরাতে আজ
(মধ্যরাতে আজ)
(মধ্যরাতে আজ)
(মধ্যরাতে আজ)
(মধ্যরাতে আজ)
(মধ্যরাতে আজ)
(মধ্যরাতে আজ)

দৌড়ে দৌড়ে ক্লান্ত
প্রশ্নেরা আছড়ে পড়ে
পাচিল ঘেরা পৃথিবী ব্যর্থ শুকনো হাহাকারে
দম বন্ধ ধোঁয়া চারপাশ
কেন কেন রে কেন
হিংসে লোভ লালসা ঘিরে আসছে বারে বারে
(আসছে বারে বারে)
(আসছে বারে বারে)

নিচ্ছিদ্র অন্ধকারে (আসছে বারে বারে)
একচিলতে রোদে (আসছে বারে বারে)
নতুন খেলায় জেগে উঠি (আসছে বারে বারে)
আজ নতুন খেয়ালে (আসছে বারে বারে)
যেসব হিসেব মেলেনি
সব দূরে ছুড়ে ফেলে
নতুন সকাল, নতুন বিকেল
সবার চোখের আড়ালে

আজ আবার আলো ডাকছে আমাকে, আমাদের
আবার দিনের আলো জেগেছে মধ্যরাতে আজ
আজ আবার আলো, আলো
আবার দিনের আলো জেগেছে মধ্যরাতে আজ
আজ আবার আলো, আলো
আবার দিনের আলো জেগেছে মধ্যরাতে আজ
(মধ্যরাতে আজ)
(মধ্যরাতে আজ)
(মধ্যরাতে আজ)
(মধ্যরাতে আজ)



Credits
Writer(s): Surojit Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link