Jagadhatri Maayer Pujo

তোরা বাজা ঢাক-ঢোল, বাজা কাসর
জমলো আবার পুজোর আসর

ঢে ঢেঁম ঢাই কুড়াকুড়
নাক্কু-নাকুড়
মায়ের পুজোয় হেলা-পুকুর
উঠলো রে আজ মেতে
ঢে ঢেঁম ঢাই কুড়াকুড়
নাক্কু-নাকুড়
মায়ের পুজোয় হেলা-পুকুর
উঠলো রে আজ মেতে
নাচে গানে জমিয়ে দিতে
বল না রে একসাথে
হেলা-পুকুর জগধাত্রী মায় কি!
জয়!
হেলা-পুকুর জগধাত্রী মায় কি!
জয়!

এই জগতের ধাত্রী তুমি
জগধাত্রী মাতা
শঙখ-চক্র-ধনুর্বাণে
তুমি পরিত্রাতা
এই জগতের ধাত্রী তুমি
জগধাত্রী মাতা
শঙখ-চক্র-ধনুর্বাণে
তুমি পরিত্রাতা
তোমার আরাধনায় মা গো
সাজাই পুজোর ডালি
ভক্তি ভরে ওই রাঙা পায়
দেবো মা অঞ্জলি
ঢে ঢেঁম ঢাই কুড়াকুড়
নাক্কু নাকুড়
মায়ের পুজোয় হেলা-পুকুর
উঠলো রে আজ মেতে
নাচে গানে জমিয়ে দিতে
বল না রে একসাথে
হেলা-পুকুর জগধাত্রী মায় কি!
জয়!
হেলা-পুকুর জগধাত্রী মায় কি!
জয়!

চরণ ছুঁয়ে ডাকি তোমায়
একটু কৃপা করো
অন্ধকারে আলোর দিশা
তুমি দিতে পারো
ও মা
চরণ ছুঁয়ে ডাকি তোমায়
একটু কৃপা করো
অন্ধকারে আলোর দিশা
তুমি দিতে পারো
মনের মাঝেই রেখেছি মা
তোমার আসন পেতে
চায় না পরাণ বিদায় দিতে
তোমায় দশমীতে
ঢে ঢেঁম ঢাই কুড়াকুড়
নাক্কু নাকুড়
মায়ের পুজোয় হেলা-পুকুর
উঠলো রে আজ মেতে
আরে নাচে গানে জমিয়ে দিতে
বল না রে একসাথে
হেলা-পুকুর জগধাত্রী মায় কি!
জয়!
হেলা-পুকুর জগধাত্রী মায় কি!
জয়!
হেলা-পুকুর জগধাত্রী মায় কি!
জয়!
হেলা-পুকুর জগধাত্রী মায় কি ¡
জয়!
হেলা-পুকুর জগধাত্রী মায় কি!
জয়!



Credits
Writer(s): Prio Chattopadhyay, Indrajit Adgiri
Lyrics powered by www.musixmatch.com

Link