Chhoto Shohorer Gaan

যে জানলায় রোদ আসে
ছড়িয়ে যায় আমার কোলে
যে জানলায় ট্রেন আসে
তোমার ঘুম থেকে আমায় তোলে।

যে জানলায় রোদ আসে
ছড়িয়ে যায় আমার কোলে
যে জানলায় ট্রেন আসে
তোমার ঘুম থেকে আমায় তোলে।

আমার পাতা থেকে ঝরে পড়ে
কথার ছুরি, কাঁটা-চামচ
কতটা কালো হলে অন্ধকার
কতটা সাদা হলে কাগজ।

বহুদিন ধরে
ছেড়ে চলে যাবো ভাবি,
ছোট শহরের গানে
বোকা স্বপ্নের দাবি।

আরো এগিয়ে আসতে দাও
নিতে দাও আমার বুকে
একটু শুয়ে থাকতে দাও
ঘুম-পাড়ানি এই বন্ধুকে
এখানে ফাঁকি দিতে ভালো লাগে
ফাঁকিতে বাকি থাকি আমি
গড়িয়ে চলে যাবো ট্রাকের নিচে
যদি না একদিন থামি

বহুদিন ধরে
ছেড়ে চলে যাবো ভাবি,
ছোট শহরের গানে
বোকা স্বপ্নের দাবি।

বহুদিন ধরে
ছেড়ে চলে যাবো ভাবি,
ছোট শহরের গানে
বোকা স্বপ্নের দাবি।

বহুদিন ধরে
ছেড়ে চলে যাবো ভাবি,
ছোট শহরের গানে
বোকা স্বপ্নের দাবি।



Credits
Writer(s): Anupam Roy
Lyrics powered by www.musixmatch.com

Link