Mone Porey Kacher

ঠান্ডা দু'চোখ, অগোছালো চুল
জোটানো মুরোদ, ছাই ছাপা ফুল
হাওয়ায় চটির ভেজা ভেজা ছাপ জানে
আঁকার খাতা, জুতোর ফিতে
দরজার খিল, হারের জিতে
গোঁফের রেখা, ফেলে আশা পাপ জানে

খবর আমার কবর তলায়
সূর্য ওঠে ডুবে যায়

আছি আমি, আছো কি কেউ
এসে আমাকে ভোলানোর
মাখি আমি জলের রঙ
চেষ্টা চালাই পালানোর

খবর আমার কবর তলায়
সূর্য ওঠে ডুবে যায়

মনে পড়ে কাছের কেউ
হলো নিমেষে অচেনা
কারো কাছে জানার আছে
আমারও নাম ঠিকানা

খবর আমার কবর তলায়
সূর্য ওঠে ডুবে যায়



Credits
Writer(s): Prasen, Arindom Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link