Jojor Gaan

কত নিঝুম পথ ঘুরে
গা ছমছম দুপুরে
আমি ঘুরছি সবুজে
যেন Jungle Book জুড়ে
কত নিঝুম পথ ঘুরে
গা ছমছম দুপুরে
আমি ঘুরছি সবুজে
যেন Jungle Book জুড়ে

আছে Bagheera আর Mowgli
এই জঙ্গলে den তার
যদি হামলে পড়ে Shere Khan
তবু টানছে adventure
কোথায় মজা, কোথায় বিপদ?

ছুটুক ছুটুক ছুটির গাড়ি
ধুলো উঠুক, দূরের পাড়ি
ছুটুক ছুটুক ছুটির গাড়ি
ধুলো উঠুক, দূরের পাড়ি

হয়তো দামাল হাতির দল
আটকাবে পথ হঠাৎ
নেকড়ে পেলে শানাবে
সবচেয়ে ধারালো দাঁত
সেইখানে যাবে জোজো
তবেই না বাজিমাত

ছুটুক ছুটুক ছুটির গাড়ি
ধুলো উঠুক, দূরের পাড়ি

কত রঙ প্রজাপতির
যেন যুদ্ধের বিরতি
ঝিঁঝিঁ ডাকুক যত চাই
বাঘ ডাকলেই তো ক্ষতি
কত রঙ প্রজাপতির
যেন যুদ্ধের বিরতি
ঝিঁঝিঁ ডাকুক যত চাই
বাঘ ডাকলেই তো ক্ষতি

কত ফুলের বুনো গন্ধ
কত পাখি চারিপাশে
তবু এগোই সাবধানে
যদি ভাল্লুক ছুটে আসে
কোথায় মজা, কোথায় বিপদ?

ছুটুক ছুটুক ছুটির গাড়ি
ধুলো উঠুক, দূরের পাড়ি
ছুটুক ছুটুক ছুটির গাড়ি
ধুলো উঠুক, দূরের পাড়ি



Credits
Writer(s): Srijato, Indraadip Das Gupta
Lyrics powered by www.musixmatch.com

Link