Barie Dao

বাড়িয়ে দাও তোমার হাত
আমি আবার তোমার আঙুল ধরতে চাই
বাড়িয়ে দাও তোমার হাত
আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই
বাড়িয়ে দাও তোমার হাত
তোমার হাত

কিভাবে কাঁচের দেয়াল
যেন আটকে থেকে যায়
কখনো ফুরোয় কথায়
অনেক সন্ধ্যাবেলায়
তোমার ক্লান্ত চুলের হাত
ছোঁয়াও আমার মাথায়
এখন কৃষ্ণচূড়ার আলোয়
আমাদের রাস্তা সাজানো
তোমার পাশেই আমায় পাবে
তোমার রক্তে বানানো

বাড়িয়ে দাও তোমার হাত
আমি আবার তোমার আঙুল ধরতে চাই
বাড়িয়ে দাও তোমার হাত
আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই
বাড়িয়ে দাও তোমার হাত
তোমার হাত

মনের ভেতর ঘরে
কিছু পাথর জমানো
ভাঙতে চাইছি যখন
পাহাড় বরফ ঢেলে মুহূর্ত গলানো
হয়তো যাবে তখন
এখন কৃষ্ণচূড়ার আলোয়
আমাদের রাস্তা সাজানো
তোমার পাশেই আমায় পাবে
তোমার রক্তে বানানো

বাড়িয়ে দাও তোমার হাত
আমি আবার তোমার আঙুল ধরতে চাই
বাড়িয়ে দাও তোমার হাত
আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই
বাড়িয়ে দাও তোমার হাত
তোমার হাত



Credits
Writer(s): Anupam Roy
Lyrics powered by www.musixmatch.com

Link