Pantey Taali

বোম্ কালী বোম্ কালী বোম্ কালী ক্যালকাতালী
বোম্ কালী ক্যালকাতালী বোম্ কালী ক্যালকাতালী

তালি পকেট খালি
চুলকে দিলে শালা মুখে গালি
প্যান্টে তালি
তালি পকেট খালি
চুলকে দিলে শালা মুখে গালি
এই জীবন যতই হোক এঁদো গলি
মনের ঝোপে ফোটে ফুলের কলি
আরে জীবন যতই হোক এঁদো গলি
মনের ঝোপে ফোটে ফুলের কলি
মাল সস্তা, পচা বস্তা
তবুও নয়তো অচা রে
প্যান্টে তালি
তালি পকেট খালি
চুলকে দিলে শালা মুখে গালি

ওম নমঃ ওম নমঃ ওম নমঃ ওম নমঃ
কথা মেনে
প্যাকেটে রেখেছি কিনে
নইলে হড়কে যাব
একটু অসাবধানে
কথা মেনে
প্যাকেটে রেখেছি কিনে
নইলে হড়কে যাব
একটু অসাবধানে
চলো না হলে একটা লুডোয় খেলি

প্যান্টে তালি
তালি পকেট খালি
চুলকে দিলে শালা মুখে গালি

প্যান্টে তালি
তালি পকেট খালি
চুলকে দিলে শালা মুখে গালি

রোজ হাওড়া শিয়ালদা লোককে Ladies
ঘুরছে বিন্দাস চাকা মারছে গ্যাটিস
এ হাওড়া হাওড়া হাওড়া হাওড়া হাওড়া
রোজ হাওড়া শিয়ালদা লোককে লেডিস
মারলে কনুই মামা কেশ জন্ডিস
এই অসভ্য ইতর বাড়িতে মা বোন নেই বুঝি

দুধ বেচার পয়সা মাল দিলেই ফুরুৎ
আরে ঘটক জোগাড় হলে পালাই পুরুৎ
আমি খাটি পাড়ার অটো রূটে
Ladies বসলেই মজা সামনের সিটে
মনে Capsule মনে Capsule
আছে Beautiful রে

প্যান্টে তালি
তালি পকেট খালি
চুলকে দিলে শালা মুখে গালি
বিক্রিত করিয়া মুখ চুলকাইতে বড় সুখ
নাগো দাদাভাই চুলকনি আসলেই অসুখ
দাদ হাজা চুলকানি এই একটি মলমে সারবে তিন ই
মাএ দশ টাকা, দশ টাকা, দশ টাকা
আবে ফোট্

রাতে এক ঘরে বিশ জনের ঠাসাঠাসি
সিন দেখে লজ্জা পায় কাজের মাসি
এক ঘরে বিশ জনের ঠাসাঠাসি
সিন দেখে লজ্জা পায় কাজের মাসি
বেছে বে সকালে লাইনে দাঁড়ায়
কম্ম সেরে দেখি মগে জল নাই
বেছে বে সকালে লাইনে দাঁড়ায়
কম্ম সেরে দেখি মগে জল নাই
তবু বাঁচি
বেশ রসে বশেই রে

প্যান্টে তালি
তালি পকেট খালি
চুলকে দিলে শালা মুখে গালি
প্যান্টে তালি
তালি পকেট খালি
চুলকে দিলে শালা মুখে গালি



Credits
Writer(s): Priyo Chattopadhyay, Jeet Gannguli
Lyrics powered by www.musixmatch.com

Link