Khuje Paabe Na Amake (feat. Sudipto Banerjee & Sambit Chatterjee)

কী হবে? কে জানে?
আজ শব্দের ভিড়ে ভাবনা যায় পালিয়ে, হারিয়ে
ভেসে বেড়াই অজানা সুরের খোঁজে এভাবে
দিশেহারা অস্থির আলোর রেশে পাবে কে?
সময়ের কাঁটা দেবে যে ঘুরিয়ে

যেখানে ডানা মেলে উড়ে যাই শেষে
সেখানে আসতে হলে যাও ঘুমের দেশে

খুঁজে পাবে না আমাকে ধূসরিত বাস্তবে
ভুলে যাও তবে নিজেকে এই ক্লান্ত শহরে
খুঁজে পাবে না আমাকে ধূসরিত বাস্তবে
ভুলে যাও যদি নিজেকে
দেখো দাঁড়িয়ে আমি তোমার পাশে

রাতের এই ফাঁদেতে
নেশাতুর জগত মাতাল কোন খেয়ালে
দাঁড়িয়ে (দাঁড়িয়ে)
ছুটে বেড়াই কোন স্বপ্নের হাতছানিতে
যার টানে (যার টানে)
আমার মনের ধোঁয়ারা যায় মিলিয়ে
ডাকে কে (ডাকে কে)
আমার আমি স্বাধীন সেই প্রান্তরে

যেখানে ডানা মেলে উড়ে যাই শেষে
সেখানে আসতে হলে যাও ঘুমের দেশে

খুঁজে পাবে না আমাকে ধূসরিত বাস্তবে
ভুলে যাও তবে নিজেকে এই ক্লান্ত শহরে
খুঁজে পাবে না আমাকে ধূসরিত বাস্তবে
ভুলে যাও যদি নিজেকে
দেখো দাঁড়িয়ে আমি তোমার পাশে

দাঁড়িয়ে আমি তোমার পাশে তবু
আছে একটাই কথাই বলার শুধু
তুমি খোঁজো যাকে, নেই সে যে এখানে
শুধু আছি আমি ফেলে সব পিছনে

আজ পৃথিবীতে নেই কোনো চিন্তা
Dance floor-এ জেগে ওঠে এই দিনটা
সব এলোমেলো ভাবনার বাজারে
আবেগের খেলা চলে আলো আঁধারে

চেয়ে দেখো তুমি সবাই হারিয়ে যায়
কুয়াশার মাঝে হঠাৎ মিলিয়ে যায়
এই ঘোরে আর পারছি না থাকতে
তুমি থাকো, আমি চলি নিঃশব্দে

খুঁজে পাবে না আমাকে ধূসরিত বাস্তবে
ভুলে যাও তবে নিজেকে এই ক্লান্ত শহরে
খুঁজে পাবে না আমাকে ধূসরিত বাস্তবে
ভুলে যাও তবে নিজেকে এই ক্লান্ত শহরে
খুঁজে পাবে না আমাকে
ভুলে যাও যদি নিজেকে



Credits
Writer(s): Somlata Chowdhury, Sudipto Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link