Bandhu Banshi Dao Mor Hatete

বন্ধু, বাঁশি দাও মোর
বন্ধু, বাঁশি দাও মোর হাতেতে
আজ নিশি বাজাইয়া দেই, নিও প্রভাতে
বন্ধু বাঁশি দাও মোর হাতেতে
আজ নিশি বাজাইয়া দেই, নিও প্রভাতে
তোমার বাঁশি
তোমার বাঁশি তুমি দিবা সন্দেহ কি হে মনেতে
আজ নিশি বাজাইয়া দেই, নিও প্রভাতে

বন্ধু বাঁশি দাও মোর হাতেতে
আজ নিশি বাজাইয়া দেই, নিও প্রভাতে

তুমি বাজাও "জয় রাধা" বলে
আমি বাজাই "কৃষ্ণ" বলে, শুনুক সকলে
তুমি বাজাও "জয় রাধা" বলে
আমি বাজাই "কৃষ্ণ" বলে, শুনুক সকলে
তুমি গুণী কি
ওরে তুমি গুণী কি আমি গুণী, রাষ্ট্র হোক এই জগতে
আজ নিশি বাজাইয়া দেই, নিও প্রভাতে

বন্ধু বাঁশি দাও মোর হাতেতে
আজ নিশি বাজাইয়া দেই, নিও প্রভাতে

বাঁশিতে রন্ধ্র আছে সাত
কোন রন্ধ্রে কোন গুণ ধরে, দেখবো আজি রাত
বাঁশিতে রন্ধ্র আছে সাত
কোন রন্ধ্রে কোন গুণ ধরে, দেখবো আজি রাত
কোন রন্ধ্রেতে যোগী ঋষি কালীদহের কূলেতে
আজ নিশি বাজাইয়া দেই, নিও প্রভাতে

বন্ধু বাঁশি দাও মোর হাতেতে
আজ নিশি বাজাইয়া দেই, নিও প্রভাতে

কোন রন্ধ্রে জল বহিছে উজান
কোন রন্ধ্রেতে যোগী ঋষি যোগে ধরে ধ্যান
কোন রন্ধ্রে জল বহিছে উজান
কোন রন্ধ্রেতে যোগী ঋষি যোগে ধরে ধ্যান
কোন রন্ধ্রেতে যায় রুপসী জল ফেলে জল আনিতে
আজ নিশি বাজাইয়া দেই, নিও প্রভাতে
কোন রন্ধ্রেতে যায় রুপসী জল ফেলে জল আনিতে
আজ নিশি বাজাইয়া দেই, নিও প্রভাতে

বন্ধু বাঁশি দাও মোর হাতেতে
আজ নিশি বাজাইয়া দেই, নিও প্রভাতে



Credits
Writer(s): Traditional, Sachin Dev Burman
Lyrics powered by www.musixmatch.com

Link