Amra Nehat Gorib Amra Nehat Chhoto

আমরা নেহাত গরীব, আমরা নেহাত ছোট
তবু আজি সাত কোটি ভাই জেগে ওঠো
আমরা নেহাত গরীব, আমরা নেহাত ছোট
তবু আজি সাত কোটি ভাই জেগে ওঠো

জুড়ে দে ঘরের তাঁত, সাজা দোকান
বিদেশে না যায়, ভাই, গোলারই ধান
জুড়ে দে ঘরের তাঁত, সাজা দোকান
বিদেশে না যায়, ভাই, গোলারই ধান
আমরা মোটা খাবো, ভাই রে, পরবো মোটা
মোটা খাবো, ভাই রে, পরবো মোটা
মাখবো না lavender, চাই নে auto

আমরা নেহাত গরীব, আমরা নেহাত ছোট
তবু আজি সাত কোটি ভাই জেগে ওঠো

নিয়ে যায় মায়ের দুধ পরে দুয়ে
আমরা রবো কি উপোসী ঘরে শুয়ে?
নিয়ে যায় মায়ের দুধ পরে দুয়ে
আমরা রবো কি উপোসী ঘরে শুয়ে?
হারাস নে, ভাই রে, আর এমন সুদিন
হারাস নে, ভাই রে, আর এমন সুদিন
মায়ের পায়ের কাছে এসে জোটো

আমরা নেহাত গরীব, আমরা নেহাত ছোট
তবু আজি সাত কোটি ভাই জেগে ওঠো

ঘরের দিয়ে আমরা পরের মেঙে
কিনবো না ঠুনকো কাঁচ, যায় যে ভেঙে
ঘরের দিয়ে আমরা পরের মেঙে
কিনবো না ঠুনকো কাঁচ, যায় যে ভেঙে
থাকলে গরীব হয়ে, ভাই রে, গরীব চালে
থাকলে গরীব হয়ে, ভাই রে, গরীব চালে
তাতে হবে নাকো মান খাটো

আমরা নেহাত গরীব, আমরা নেহাত ছোট
তবু আজি সাত কোটি ভাই জেগে ওঠো
আমরা নেহাত গরীব, আমরা নেহাত ছোট
তবু আজি সাত কোটি ভাই জেগে ওঠো



Credits
Writer(s): Rajanikanta Sen
Lyrics powered by www.musixmatch.com

Link