Hothhat Brishti

যেমন হঠাৎ বৃষ্টি হ'লে
সবুজ আরও অবুঝ হয়ে ওঠে
মরা গাছের শুকনো ডালে
ভালবাসার তরতাজা ফুল ফোটে
আমার রঙিন ইচ্ছেগুলো
মিশিয়ে দেব গহন তোমার ঠোঁটে
আমার রঙিন ইচ্ছেগুলো
মিশিয়ে দেব গহন তোমার ঠোঁটে
প্রেম যেন আজ মিষ্টি হয়ে,
বৃষ্টি হয়ে, সৃষ্টি হয়ে জোটে

সময় আমার স্রোত হয়ে যায়
স্রোত বয়ে যায়
স্রোত রয়ে যায়
মনের ভেতর
সময় আমার স্রোত হয়ে যায়
স্রোত বয়ে যায়
স্রোত রয়ে যায়
মনের ভেতর
তোমার কথাই ভাবছি আমি
কাঁদছি আমি
খুঁড়ছি আমার
অভ্যন্তর
অন্দরে আর অন্তরে আর
সাত সমুদ্র তেরো নদী
তেপান্তর
অন্দরে আর অন্তরে আর
সাত সমুদ্র তেরো নদী
তেপান্তর
ডিঙিয়ে যাব, রাঙিয়ে যাব
তোমার প্রেমে পেরোব
সমস্ত ঝড়

আমার রঙিন ইচ্ছেগুলো
মিশিয়ে দেব গহন তোমার ঠোঁটে
আমার রঙিন ইচ্ছেগুলো
মিশিয়ে দেব গহন তোমার ঠোঁটে
প্রেম যেন আজ মিষ্টি হয়ে,
বৃষ্টি হয়ে, সৃষ্টি হয়ে জোটে



Credits
Writer(s): Rupam Islam
Lyrics powered by www.musixmatch.com

Link