Amra Je Ek Bangla Bhashay

গঙ্গার জল পদ্মা হয়ে
এপার থেকে ওপার ভাসায়
গঙ্গার জল পদ্মা হয়ে
এপার থেকে ওপার ভাসায়

মাটির দাগে ভিন্ন হলেও
আমরা যে এক বাংলা ভাষায়
আমরা যে এক বাংলা ভাষায়

গঙ্গার জল পদ্মা হয়ে
এপার থেকে ওপার ভাসায়

মাটির দাগে ভিন্ন হলেও
আমরা যে এক বাংলা ভাষায়
আমরা যে এক বাংলা ভাষায়

গ্রীষ্মের তাপ বর্ষা ধুয়ে সবুজে হয় লীন
তুলো মেঘের ভেলায় ভাসে শরতের দিন
গ্রীষ্মের তাপ বর্ষা ধুয়ে সবুজে হয় লীন
তুলো মেঘের ভেলায় ভাসে শরতের দিন

হেমন্ত সুর শীতের বিকেল
মন খারাপের মাস
বসন্তের ওই ফাগুন হাওয়ায়
সকল সূক্ষ্ম আশ
ঋতুর রঙে তুলির আঁচড়
দুই দেশেতে একই ছবি এঁকে যে যায়

কাঁটাতারের বাধ মানে না
আকাশ বাতাস যায় ভেসে যায়
কাঁটাতারের বাধ মানে না
আকাশ বাতাস যায় ভেসে যায়

মাটির দাগে ভিন্ন হলেও
আমরা যে এক বাংলা ভাষায়
আমরা যে এক বাংলা ভাষায়

রবীন্দ্রনাথ-নজরুল যে দুই দেশেরই মান
দু'দেশ জানে কেমনতর স্বাধীনতার গান
রবীন্দ্রনাথ-নজরুল যে দুই দেশেরই মান
দু'দেশ জানে কেমনতর স্বাধীনতার গান

বর্ণে গন্ধে ছন্দে গীতিতে আজও দু'দেশ এক
কান্নাহাসির ভালোবাসায় অনুভূতি এক
হৃদয় জোড়া মাটির যে টান দুই দেশেতেই
একই তারে যায় বেজে যায়

দুই মায়েরই গানে আজও
চাঁদ মামা যে টিপ দিয়ে যায়
দুই মায়েরই গানে আজও
চাঁদ মামা যে টিপ দিয়ে যায়

মাটির দাগে ভিন্ন হলেও
আমরা যে এক বাংলা ভাষায়
আমরা যে এক বাংলা ভাষায়

গঙ্গার জল পদ্মা হয়ে
এপার থেকে ওপার ভাসায়
গঙ্গার জল পদ্মা হয়ে
এপার থেকে ওপার ভাসায়

মাটির দাগে ভিন্ন হলেও
আমরা যে এক বাংলা ভাষায়
আমরা যে এক বাংলা ভাষায়

আমরা যে এক বাংলা ভাষায়
আমরা যে এক বাংলা ভাষায়



Credits
Writer(s): Maahirii Bose
Lyrics powered by www.musixmatch.com

Link