Generation Aami

বাবা বলছে, "আরো বেশি, আরো বেশি"
মা পড়ছে মন্ত্র
আমি বলছি, "Take it easy, take it easy
I am not a যন্ত্র"
মাথা গুঁজে পড়ে থাকা চেটে খাওয়া syllabus-এ
পারবো না মরতে আমি
আমার ভালোলাগাগুলো আমি বুঝে গেছি
ছাড়বো না সে পাগলামি

Generation আমি
Generation আমি
Generation আমি
আমি

December-এও যদি বৃষ্টি হতো
আর July মাসেতে ঠান্ডা
তাহলে তো আমি bad boy হয়ে গিয়ে
করতাম না কোনো blunder
America যদি আজ গরিবের দেশ হতো
Africa হতো দামি
আমার ভালোলাগাগুলো আমি বুঝে গেছি
ছাড়ছি না সে পাগলামি

Generation আমি
Generation আমি
Generation আমি
আমি

দুনিয়া চলছে হাজার শর্ত নিয়ে
হাতি পালাচ্ছে সাপের গর্ত দিয়ে
আমি result-এ ঝোলালেই দোষ আমার
চাবকাও, যত খুশি দাও খোঁটাগুলো
থেমে গেছে দেখো চোখেদের ফোঁটাগুলো
ঠিক পৌঁছোবো যেখানেতে আমার যাওয়ার

Generation আমি
Generation আমি
Generation আমি
আমি, আমি, আমি

Generation আমি
Generation আমি
Generation আমি
আমি



Credits
Writer(s): Prasen, Arindom
Lyrics powered by www.musixmatch.com

Link