Sonar Surjo Tumi Gorecho (Original)

সোনার সূর্য, তুমি গড়েছো মানুষ
গড়েছো আলো-অন্ধকার
মানুষকে চিরদিনই বেসেছো ভালো
মানোনি তো জাতের বিচার
সোনার সূর্য, তুমি গড়েছো মানুষ
গড়েছো আলো-অন্ধকার

নীল তুমি ভালোবাসো তাই
সে নীল আকাশে দিলে ছড়িয়ে
লাল তুমি ভালোবাসো তাই
দেহেতে রক্ত দিলে ভরিয়ে

নীল তুমি ভালোবাসো তাই
সে নীল আকাশে দিলে ছড়িয়ে
লাল তুমি ভালোবাসো তাই
দেহেতে রক্ত দিলে ভরিয়ে

দেহ কালো, তবু তার মন যে সোনা
যতই আঁধারে হোক জন্ম তার

সোনার সূর্য, তুমি গড়েছো মানুষ
গড়েছো আলো-অন্ধকার

পাপ-পুণ্য কিছু নেই
আছে জানি শুধু ভালোবাসা
ক্ষুধার অন্ন দেয় যে
সেই দেয় বুকভরা আশা

পাপ-পুণ্য কিছু নেই
আছে জানি শুধু ভালোবাসা
ক্ষুধার অন্ন দেয় যে
সেই দেয় বুকভরা আশা

সবার উপরে যে মানুষই সত্য
হাতে গড়া সৃষ্টি তোমার

সোনার সূর্য, তুমি গড়েছো মানুষ
গড়েছো আলো-অন্ধকার
মানুষকে চিরদিনই বেসেছো ভালো
মানোনি তো জাতের বিচার
সোনার সূর্য, তুমি গড়েছো মানুষ
গড়েছো আলো-অন্ধকার



Credits
Writer(s): Prashanta Chattopadhya
Lyrics powered by www.musixmatch.com

Link