Aaj Aar Nei Sei Suvankar

২৬শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস, দেশব্যাপী চলছে পতাকা উত্তোলন
বর্ণাঢ্য শোভাযাত্রা, ভাষণ, কতো কী!
ওদিকে বিশ্বের সামনে দিল্লির রাজপথে রাষ্ট্রপতি পরমবীরদের শ্রদ্ধা জ্ঞাপন করে চলেছেন
সহসা ঘোষিত হলো বীর সৈনিক শুভঙ্কর সেনের মরণত্তোর পরম বীর চক্র প্রদানের কথা
ধীরে ধীরে এগিয়ে এলেন তাঁর মা মানসী সেন

শত শত ক্যামেরা ঝলসে উঠলো
রাষ্ট্রপতির কাছ থেকে গ্রহণ করলেন সন্তানের বীরত্বের শ্রেষ্ঠ পুরষ্কার পরম বীর চক্র
মুহূর্তের জন্য চোখ দুটো জলে ভরে এলো
টপটপ করে দু'ফোঁটা অশ্রু ঝরে পড়লো হাতে ধরা পরম বীর চক্রের উপর
যেন কোন স্মৃতির রোমন্থনে নিজেকে সম্পূর্ণরূপে হারিয়ে ফেললেন
স্বগতভাবে একবার বলে উঠলেন, "শুভঙ্কর, বাবা শুভঙ্কর, আমার শুভ"

আজ আর নেই সেই শুভঙ্কর
প্রাণের বন্ধু সেই শুভঙ্কর
আজ আর নেই সেই শুভঙ্কর
প্রাণের বন্ধু সেই শুভঙ্কর
দেশের জন্য সে জীবন দিয়ে
শূন্য রেখে গেল মায়ের ঘর

আজ আর নেই সেই শুভঙ্কর
প্রাণের বন্ধু সেই শুভঙ্কর
আজ আর নেই সেই শুভঙ্কর

ছোট থেকে ওর স্বভাব ছিল
জীবনটা রাখতো বাজি
কারো বিপদ বা সমাজসেবায়
ঝুঁকি নিতে হতো রাজি
কোনোই বারণ মানতো না সে
ছিলো না কোনো ভয়-ডর

আজ আর নেই সেই শুভঙ্কর
প্রাণের বন্ধু সেই শুভঙ্কর
আজ আর নেই সেই শুভঙ্কর

সৈনিক হবে স্বপ্ন ছিল
সুযোগটা যে হাতে এলো
সহসা হঠাৎ সবার আড়ালে
যুদ্ধে সে নাম লেখালো
ভুলে গেল বন্ধুকে আর
আপনজনের স্নেহ-আদর

আজ আর নেই সেই শুভঙ্কর
প্রাণের বন্ধু সেই শুভঙ্কর
আজ আর নেই সেই শুভঙ্কর

তারপর
মাকে লেখা একটা চিঠি
মাত্র কয়েকটা কথা
"মাগো, আমি যুদ্ধে গেলাম
তুমি ভালো থেকো
ছুটি পেলে ফেরবো বাড়ি
হবে না কথার নড়চড়"
চিঠি পেয়ে মা যে নীরব
রুদ্ধ কণ্ঠস্বর

যুদ্ধ, যুদ্ধ, চারিদিকে যুদ্ধ
যতদূর চোখ যায়, ধ্বংসের স্তূপ
এ যেন বদলে যাওয়া পৃথিবীর রূপ
বারুদের গন্ধে বিষাক্ত বাতাস
ছড়িয়ে রয়েছে ঐ লাখো-লাখো লাশ
(লাখো-লাখো লাশ, লাখো-লাখো লাশ)
(লাখো-লাখো লাশ, লাখো-লাখো লাশ)

ভোরের কাগজে খবর খবর
শুধুই খবর খবর
ভোরের কাগজে খবর খবর
শুধুই খবর খবর
কোনো সৈনিক নিখোঁজ হয়েছে
কেউবা যুদ্ধে মৃত
কেউবা শহীদ হয়ে আছে ঐ
বরফে আবৃত

শুভঙ্করের কে দেবে খবর
কে বলো খবর দেবে
মা শুধু কাঁদে সারাটা প্রহর
এই কথাটাই ভেবে
সাতই পৌষ, শনিবার
যখন ভোর হয় হয়
খবর এলো শুভঙ্কর আর
পৃথিবীর কেউ নয়
পৃথিবীর কেউ নয়
পৃথিবীর কেউ নয়



Credits
Writer(s): Mrinal Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link