Tor Jonno

তোর জন্য আমার কবিতা, গান লেখা
তোর জন্য সোনালী বিকেল রোদ মাখা
তোর জন্য আমার কবিতা, গান লেখা
তোর জন্য হাজার বিকেল যায় দেখা

তুই দিতে পারিস, তুই ছুঁতে পারিস
আজ বিশ্বাসে তুই টেনে নিতে পারিস
তুই দিতে পারিস, তুই ছুঁতে পারিস
আজ বিশ্বাসে তুই টেনে নিতে পারিস

একলা দুপুর ছুঁয়ে নিবি
আর হব না আমি একা
তোর দীঘির শীতল জলে
এভাবে আমার বেঁচে থাকা

তোর প্রেমে পাঁচিল দেবো বুকের সীমানায়
তোর রোদে মাটির মতো আমিও পুড়ে যাই

কোন ভালোবাসায় শুধু স্বপ্ন দেখায়
ভালো-মন্দ আমায় বুঝতে শেখায়?
কোন ভালোবাসায় শুধু স্বপ্ন দেখায়
ভালো-মন্দ আমায় বুঝতে শেখায়?

তোর বৃষ্টির ফোঁটায় ফোঁটায়
আমার নদীর স্রোত বাড়ে
হাতের শিরায় শিরায়
ভালোবাসা ঝরে পড়ে

তোর বৃষ্টির ফোঁটায় ফোঁটায়
আমার নদীর স্রোত বাড়ে
হাতের শিরায় শিরায়
ভালোবাসা ঝরে পড়ে

আমি আমার আমিকে কোথায় খুঁজে পাই?
ভালোবাসা ছাড়া জীবনের রঙ কিছু নেই
আমি আমার আমিকে কোথায় খুঁজে পাই?
আমি তবু কাজল মাখা চোখে ডুবে যাই

তোর জন্য আমার কবিতা, গান লেখা
তোর জন্য সোনালী বিকেল রোদ মাখা
তোর জন্য আমার কবিতা, গান লেখা
তোর জন্য হাজার বিকেল যায় দেখা



Credits
Writer(s): Manik Bera, Sayantan Sinha, Souptik Mazumder
Lyrics powered by www.musixmatch.com

Link