Phire Esho Rabindranath

তথাকথিত আধুনিকতার সমস্ত কৃত্রিম মুখোশগুলো খুলে
আধমরাদের ঘা মেরে, নতুন করে বাঁচাবার জন্য
তোমার এ দুর্ভাগা দেশে আর একবার ফিরে এসো রবীন্দ্রনাথ

মানবিকতার অবক্ষয়ে অবক্ষয়ে
যখন দুর্নীতির-মিথ্যাচারের এক বাও মেলে না, দশ বাও মেলে না
যখন কোথাও আর মানুষের পাশে দাঁড়াবার মতো কেউ নেই
করুণা, স্নেহ, প্রেম যেখানে নেহাতই অস্তিত্বহীন, অনর্থক, অবান্তর প্রসঙ্গ মাত্র

সব আশার আলো নিভে গিয়ে প্রগাঢ় অন্ধকার নেমে আসে
বিষাক্ত বাতাসে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়
নিষ্পাপ মানুষের রক্তে ভিজে যাওয়া প্রতিটি হাতের থেকে
মুছে যাক রক্তবিন্দুগুলি তোমারি পবিত্র স্পর্শে

মানুষের সুকুমার প্রবৃত্তিগুলিকে, শিশুর সারল্যকে
গলা টিপে হত্যার জান্তব প্রয়াসের প্রতিবাদে
তুমি ছাড়া কে আছে বলো সাহস দেবার, শক্তি জোগাবার?
তুমি পাশে আছো জানলে বিন্দু বিন্দু সঞ্চিত প্রত্যয়ে এক মহাসিন্ধু বিপ্লব গড়ে তুলবই
তুমি দেখো, নিষ্ঠুর-হিংস্র প্রলাপের অসহ্য কলরোলের মধ্যে
সভ্যতার শেষ পুণ্যবাণী নিয়ে একবার, শুধু আর একবার

২৫শে বৈশাখের উৎসব মাত্র নয়
নতুন মানবজন্মের কিংবদন্তিতেও নয়
প্রেরণামন্ত্র হয়ে বিশ্বমননে ফিরে এসো রবীন্দ্রনাথ
আর একবার বলে দাও কীভাবে করব উচ্চারণ
"তুমি সুন্দর, আমি ভালোবাসি"
কীভাবে চাইব ক্ষমা মানহারা মনুষ্যত্বের দ্বারে



Credits
Writer(s): Anindita Mitra
Lyrics powered by www.musixmatch.com

Link