Hay Hemanta Lakhi

হায়, হেমন্তলক্ষ্মী
হায়, হেমন্তলক্ষ্মী
তোমার নয়ন, তোমার নয়ন কেন ঢাকা?
হায় হেমন্তলক্ষ্মী
হিমের ঘন ঘোমটাখানি ধুমল রঙে আঁকা
তোমার নয়ন কেন ঢাকা?
হায়, হেমন্তলক্ষ্মী

সন্ধ্যাপ্রদীপ তোমার হাতে মলিন হেরি
কেন মলিন হেরি কুয়াশাতে
কণ্ঠে তোমার বাণী যেন করুণ বাষ্পে মাখা
তোমার নয়ন, তোমার নয়ন কেন ঢাকা?

হায়, হেমন্তলক্ষ্মী

ধরার আঁচল ভরে দিলে প্রচুর সোনার ধানে
দিগঙ্গনার অঙ্গন আজ পূর্ণ তোমার দানে
প্রচুর সোনার ধানে ধানে
আপন দানের আড়ালেতে রইলে কেন
তুমি রইলে কেন আসন পেতে
আপনাকে এই কেমন তোমার গোপন করে রাখা
তোমার নয়ন, তোমার নয়ন কেন ঢাকা?

হায়, হেমন্তলক্ষ্মী
হায়, হেমন্তলক্ষ্মী
তোমার নয়ন, তোমার নয়ন কেন ঢাকা?
হায়, হেমন্তলক্ষ্মী



Credits
Writer(s): Dwijen Mukhopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link