Basanta Tor Sesh Kore De

বসন্ত, তোর শেষ করে দে, শেষ করে দে
শেষ করে দে রঙ্গ
বসন্ত-
ফুল ফোটাবার খ্যাপামি, তার উদ্দাম তরঙ্গ
বসন্ত-

উড়িয়ে দেবার, ছড়িয়ে দেবার
মাতন তোমার থামুক এবার
উড়িয়ে দেবার, ছড়িয়ে দেবার
মাতন তোমার থামুক এবার
নীড়ে ফিরে আসুক তোমার পথহারা বিহঙ্গ

বসন্ত-

তোমার সাধের মুকুল কতই পড়ল ঝরে
তোমার সাধের মুকুল-
তারা ধুলা হল, তারা ধুলা দিল ভরে
তোমার সাধের মুকুল-

প্রখর তাপে জরোজরো, ফল ফলাবার শাসন ধরো
প্রখর তাপে জরোজরো, ফল ফলাবার শাসন ধরো
হেলাফেলার পালা তোমার এই বেলা হোক ভঙ্গ

বসন্ত-

তোমার সাধের মুকুল কতই পড়ল ঝরে
তোমার সাধের মুকুল-
তারা ধুলা হল, তারা ধুলা দিল ভরে
তোমার সাধের মুকুল-

প্রখর তাপে জরোজরো, ফল ফলাবার শাসন ধরো
প্রখর তাপে জরোজরো, ফল ফলাবার শাসন ধরো
হেলাফেলার পালা তোমার এই বেলা হোক ভঙ্গ

বসন্ত, তোর শেষ করে দে, শেষ করে দে
শেষ করে দে রঙ্গ
বসন্ত-
ফুল ফোটাবার খ্যাপামি, তার উদ্দাম তরঙ্গ
বসন্ত-



Credits
Writer(s): Dwijen Mukhopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link