Aamar Sesh Paranir

আমার শেষ পারানির কড়ি
কণ্ঠে নিলেম গান, কণ্ঠে নিলেম
আমার শেষ পারানির কড়ি
কণ্ঠে নিলেম গান, কণ্ঠে নিলেম
একলা ঘাটে রইব না গো
রইব না গো
একলা ঘাটে রইব না গো
রইব না গো, রইব না পড়ি
শেষ পারানির কড়ি
কণ্ঠে নিলেম গান, কণ্ঠে নিলেম

আমার সুরের রসিক নেয়ে
তারে ভোলাব গান গেয়ে
তারে ভোলাব
আমার সুরের রসিক নেয়ে
তারে ভোলাব গান গেয়ে
তারে ভোলাব
পারের খেয়ায় সেই ভরসায় চড়ি

শেষ পারানির কড়ি
কণ্ঠে নিলেম গান, কণ্ঠে নিলেম

পার হব কি নাই হব তার খবর কে রাখে
দূরের হাওয়ায় ডাক দিল এই সুরের পাগলাকে
পার হব কি নাই হব তার খবর কে রাখে
দূরের হাওয়ায় ডাক দিল এই সুরের পাগলাকে

ওগো, তোমরা মিছে ভাব
আমি যাবই যাবই যাব
ওগো, তোমরা মিছে ভাব
আমি যাবই যাবই যাব
ভাঙল দুয়ার, কাটল দড়াদড়ি

শেষ পারানির কড়ি
কণ্ঠে নিলেম গান, কণ্ঠে নিলেম
আমার শেষ পারানির কড়ি
কণ্ঠে নিলেম গান, কণ্ঠে নিলেম
একলা ঘাটে রইব না গো
রইব না গো, রইব না পড়ি
শেষ পারানির কড়ি
কণ্ঠে নিলেম গান, কণ্ঠে নিলেম
আমার শেষ পারানির কড়ি
কণ্ঠে নিলেম গান, কণ্ঠে নিলেম



Credits
Writer(s): Rabindra Nath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link