Tumi Hatat Hawar

তুমি হঠাৎ হাওয়ায় ভেসে আসা ধন
তুমি হঠাৎ হাওয়ায়...
তাই হঠাৎ পাওয়ায় চমকে ওঠে মন
তুমি হঠাৎ হাওয়ায় ভেসে আসা ধন
তুমি হঠাৎ হাওয়ায়...

গোপন পথে আপন মনে বাহির হও যে কোন লগনে
গোপন পথে আপন মনে বাহির হও যে কোন লগনে
হঠাৎ গন্ধে মাতাও সমীরণ

তুমি হঠাৎ হাওয়ায় ভেসে আসা ধন
তুমি হঠাৎ হাওয়ায়...

নিত্য যেথায় আনাগোনা হয় না সেথায় চেনাশোনা
উড়িয়ে ধুলো আসছে কতই জন
কখন পথের বাহির থেকে হঠাৎ বাঁশি যায় যে ডেকে
কখন পথের বাহির থেকে হঠাৎ বাঁশি যায় যে ডেকে
পথহারাকে করে সচেতন

তুমি হঠাৎ হাওয়ায় ভেসে আসা ধন
তুমি হঠাৎ হাওয়ায়...



Credits
Writer(s): Sumitra Sen
Lyrics powered by www.musixmatch.com

Link