Jomoj Byathara

তোমার আমার যমজ ব্যথারা
মন থেকে মনে দিয়ে যায় হামাগুড়ি
ভাগ করে খেলে ব্যথাকেও ভালো লাগে
চলো আজকে তাদেরই আদর করি

তোমার আমার যমজ ব্যথারা
মন থেকে মনে দিয়ে যায় হামাগুড়ি
ভাগ করে খেলে ব্যথাকেও ভালো লাগে
চলো আজকে তাদেরই আদর করি

দিন থেকে আমি কুড়িয়ে এনেছি আলো
রাত থেকে তুমি ছিনিয়ে নিয়েছো ঘুম
জমিয়ে রাখা খুচরো কথাকে গুনে
পেরোনো যায় রাত্রি নিঝুম

ভালো থাকা যায় যদি বাসা যায় ভালো
ভালোবাসা খেয়ে বেঁচেছি, আমি বেঁচেছি তো গতকালও
ভালো থাকা যায় যদি বাসা যায় ভালো
ভালোবাসা খেয়ে বেঁচেছি, আমি বেঁচেছি তো গতকালও

তবু যদি চোখে প্রশ্ন সাজিয়ে রাখো
মন দিয়ে শোনো, তোমাকেই বললাম
এ জীবন মানে ভাগাভাগি করে বাঁচা
তুমি ছাড়া আমি ব্যর্থ সর্বনাম

তবু যদি চোখে প্রশ্ন সাজিয়ে রাখো
মন দিয়ে শোনো, তোমাকেই বললাম
এ জীবন মানে ভাগাভাগি করে বাঁচা
তুমি ছাড়া আমি ব্যর্থ সর্বনাম

বহু কিছু নেই তবুও তো আছে কিছু
এখনো গল্পে ফুরিয়ে আসেনি কথা
আমাদের মতো দেখতে হয়েছে যেন
তোমার আমার ছোট্ট যমজ ব্যথা

ভালো থাকা যায় যদি বাসা যায় ভালো
ভালোবাসা খেয়ে বেঁচেছি, আমি বেঁচেছি তো গতকালও
ভালো থাকা যায় যদি বাসা যায় ভালো
ভালোবাসা খেয়ে বেঁচেছি, আমি বেঁচেছি তো গতকালও



Credits
Writer(s): Ranajoy Bhattacharjee
Lyrics powered by www.musixmatch.com

Link