Buker Baranday

তোর ব্রাউন ব্রাউন গালে
তোর ঝুমকো কানের দুলে
তোর সব কিছুতেই জরায় গেছি হাই
তোর ভেজা ভেজা ঠোঁটে

এই মনের গোলাপ ফোটে
তোরে দেখলে এই মন পাগল হয়ে যায়
তু মেরি রানী মে তেরা রাজা
লেকে আয়া মে ব্যান্ড বাজা
বুকের বারান্দায় সোনা বুকের বারান্দায়

বুকের বারান্দায় সোনা আয় আয় আয়
বুকের বারান্দায় সোনা বুকের বারান্দায়
বুকের বারান্দায় সোনা আয় আয় আয়

কাছে এসে মুচকি হেসে, হাতটা ছুলি তুই
প্রেমের মিটার উঠলো বেড়ে
মন করে চুই-চুই
হটি নটি চাওনি রে
তোর ছমক ছমক চাল তোর খেয়ালে অলরেডি এ মন যে বেসামাল
তোর নেশায় এ মন হামাগুড়ি খায়
তোরে দেখলে কেমন আদর আদর পায়
তোর নেশায় এ মন হামাগুড়ি খায়
তোরে দেখলে কেমন আদর আদর পায়
বুকের বারান্দায় সোনা বুকের বারান্দায়
বুকের বারান্দায় সোনা আয় আয় আয়

বুকের বারান্দায় সোনা বুকের বারান্দায়
বুকের বারান্দায় সোনা আয় আয় আয়

ও সোহাগী তোর দুচোখে থাকতে আমি চাই
ভোরবেলাতে স্বপ্নে আমার বাজলো রে সানাই
আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ

বল না কবে তোকে আমি করবো আমার বউ

কবে পরবো আমি টপোর এ মাথায়
যাবো কবে রে বল ছাদনা তলায়

কবে পরবো আমি টপোর এ মাথায়
যাবো কবে রে বল ছাদনা তলায়

বুকের বারান্দায় সোনা বুকের বারান্দায়
বুকের বারান্দায় সোনা আয় আয় আয়
বুকের বারান্দায় সোনা বুকের বারান্দায়
বুকের বারান্দায় সোনা আয় আয় আয়



Credits
Writer(s): Dhruba Das, Puche
Lyrics powered by www.musixmatch.com

Link