Ami tomar e oshukh chena

আমি তোমারই অসুখ চেনা
তুমি নানা মুখে নানা কথা জানা
আমি তোমারই অসুখ চেনা
তুমি নানা মুখে নানা কথা জানা

শুনেছি তার রাত কাবার
বুনো ফুলও ঝরেনি বিষাদ বন্দরে
অছিলা তার ভুল বোঝবার
ছুঁয়ে থাকা মৃতদেহ ছিল অন্দরে

আমি তোমারই অসুখ চেনা
তুমি নানা মুখে অল্প অল্প জানা
আমি তোমারই অসুখ চেনা
তুমি নানা মুখে অল্প অল্প জানা

তুলনাহীনা, ঠোঁট ফাটে না
রাতবিরেতে নীল মলাটে জমায় দিনগোনা
তুলনাহীনা, পথ জানে না
ধুলো পাহাড়ে উড়োজাহাজে ঝাপসা বেদনায়

বাগিচা তার Bougainvillea-র
বুনো ফুলও ঝরেনি বিষাদ বন্দরে
অছিলা তার ভুল বোঝবার
ছুঁয়ে থাকা মৃতদেহ ছিল অন্দরে

আমি তোমারই অসুখ চেনা
তুমি নানা মুখে অল্প অল্প জানা
আমি তোমারই অসুখ চেনা
তুমি নানা মুখে অল্প অল্প জানা
তুমি নানা মুখে অল্প অল্প জানা
তুমি নানা মুখে অল্প অল্প জানা



Credits
Writer(s): Amit Chatterjee, Soumalya Mitra
Lyrics powered by www.musixmatch.com

Link