Bheve Bolna Tui

চাইছি তোর দু'চোখে থাকবে শুধু ঘোর
ভুলবি তুই আমায় নিয়ে দুঃখ যত তোর
চাইছি তুই আবার এসে রাখবি হাতে হাত
কাঁধে তোর মাথা রেখে আসবে রে প্রভাত

ভেবে বল না তুই ভালোবাসিস কি না
ভেবে দেখ না তুই ভালো আছিস কি না
ভেবে বল না তুই ভালোবাসিস কি না
ভেবে দেখ না তুই ভালো আছিস কি না

চাইছে মন তোর আলোতে হাঁটবে পুরোটা পথ
ভাঙবো না জেনে রাখিস ভালোবাসার শপথ
শোন না তুই, মনের কথা নয় তো কল্পনা
বাঁচবো না, না, তুই ছাড়া, মিথ্যে গল্প না

ভেবে বল না তুই ভালোবাসিস কি না
ভেবে দেখ না তুই ভালো আছিস কি না
ভেবে বল না তুই ভালোবাসিস কি না
ভেবে দেখ না তুই ভালো আছিস কি না

চাইছি তোর দু'চোখে থাকবে শুধু ঘোর
ভুলবি তুই আমায় নিয়ে দুঃখ যত তোর
চাইছি তুই আবার এসে রাখবি হাতে হাত
কাঁধে তোর মাথা রেখে আসবে রে প্রভাত

ভেবে বল না তুই ভালোবাসিস কি না
ভেবে দেখ না তুই ভালো আছিস কি না
ভেবে বল না তুই ভালোবাসিস কি না
ভেবে দেখ না তুই ভালো আছিস কি না



Credits
Writer(s): Ahmed Razeeb
Lyrics powered by www.musixmatch.com

Link