Jole Jai Jole Jai

যৌবন, আহা যৌবন
যৌবন, আহা যৌবন

জ্বলে যাই, জ্বলে যাই, মরে যাই, মরে যাই
জ্বলে যাই, জ্বলে যাই, মরে যাই, মরে যাই
কী যে করি নিয়ে এই মন, ধরেছে যৌবন

যৌবন, আহা যৌবন
যৌবন, আহা যৌবন

জ্বলে যাই, জ্বলে যাই, মরে যাই, মরে যাই
জ্বলে যাই, জ্বলে যাই, মরে যাই, মরে যাই
কী যে করি নিয়ে এই মন, ধরেছে যৌবন

যৌবন, আহা যৌবন
যৌবন, আহা যৌবন

যৌবন, আহা যৌবন
যৌবন, আহা যৌবন

কেন যে বাঁধা আছে এই যৌবন
চাবুকের মতো ধরা এই যৌবন

ইশারায় ডাক দিয়ে যায় এই যৌবন
সারা গায়ে কথা বলে এই যৌবন
কী যে করি নিয়ে এই মন, ধরেছে যৌবন

জ্বলে যাই, জ্বলে যাই, মরে যাই, মরে যাই
জ্বলে যাই, জ্বলে যাই, মরে যাই, মরে যাই
কী যে করি নিয়ে এই মন, ধরেছে যৌবন

যৌবন, আহা যৌবন
যৌবন, আহা যৌবন

জ্বলে যাই, জ্বলে যাই, মরে যাই
জ্বলে যাই

ঋষি-মুনি পথ ভুলে দেখে যৌবন
সিংহাসন ছাড়ে রাজা দেখে যৌবন

হীরে-পান্নার চেয়ে দামী এই যৌবন
জীবনেতে একবার আসে যৌবন
কী যে করি নিয়ে এই মন, ধরেছে যৌবন

জ্বলে যাই, জ্বলে যাই, মরে যাই, মরে যাই
জ্বলে যাই, জ্বলে যাই, মরে যাই, মরে যাই
কী যে করি নিয়ে এই মন, ধরেছে যৌবন

যৌবন, আহা যৌবন
যৌবন, আহা যৌবন



Credits
Writer(s): Suman Pal
Lyrics powered by www.musixmatch.com

Link