Doodh Pither Gachhe

আহা নদীর কী গন্ধ ওই নিমেরই ছায়ায়
এই মাটির সুগন্ধ ভালোবাসাতে মিলায়
আহা নদীর কী গন্ধ ওই নিমেরই ছায়ায়
এই মাটির সুগন্ধ ভালোবাসাতে মিলায়
সেই নদীর ওপর সর
যেন শালিখ পাখির ঘর
তাতে আচম্বিতে ঢেউ
ও যে অনেক দূরের কেউ

সে এসব ফেলে গেছে তার প্রিয়তমার কাছে
নদীর ঘাটে ঘাটে বহু কান্না জমে আছে
সে এসব ফেলে গেছে তার প্রিয়তমার কাছে
নদীর ঘাটে ঘাটে বহু কান্না জমে আছে
জমা আছে, জমা আছে
সেই দুধপিঠের গাছে
জমা আছে, জমা আছে
সেই দুধপিঠের গাছে

জমা খরচ হতে হবে ঘাট ভীষণ অসহায়
নদী শুকিয়ে যাবে নোনা আদর লেগে গায়
জমা খরচ হতে হবে ঘাট ভীষণ অসহায়
নদী শুকিয়ে যাবে নোনা আদর লেগে গায়
সেই আদর মানেই ছল
আহা ফিরতি পাখির দল
তাকে টানছে নদীর ঢেউ
ও যে অনেক দূরের কেউ

সে এসব ফেলে আছে তার প্রিয়তমার কাছে
নদীর ঘাটে ঘাটে বড় ইচ্ছে জমে আছে
সে এসব ফেলে আছে তার প্রিয়তমার কাছে
নদীর ঘাটে ঘাটে বড় ইচ্ছে জমে আছে

জমা আছে, জমা আছে
সেই দুধপিঠের গাছে
জমা আছে, জমা আছে
সেই দুধপিঠের গাছে
জমা আছে, জমা আছে
সেই দুধপিঠের গাছে
জমা আছে, জমা আছে
সেই দুধপিঠের গাছে



Credits
Writer(s): Joy Sarkar
Lyrics powered by www.musixmatch.com

Link