Aaschi Aami

মন কখনো খুব
একা বসে থাকে অভিমানে
যে ছিল মনের ভেতর
তার কথা মনই শুধু জানে

তবু হাসতে ইচ্ছে হয়
শুনতে ইচ্ছে হয়
একটিবার বলবে তুমি

আসছি আমি, আসছি আমি
আসছি আমি, আসছি আমি

Last bus-এ last seat-এ আমরা শুধু দু'জন
তাড়া নেই ঘরে ফিরে যাওয়ার
জানলা দিয়ে উড়বে-গাইবে দু'জনের বয়স
এই রাতটা তোমারই উপহার

তুমি ডাকবে কাছে খুব
আর হেসে উঠবে বুক
আমি, শুধু আমি জানি

আসছি আমি, আসছি আমি
আসছি আমি, আসছি আমি

একা একা কাকভোরে ভেজা কুয়াশায়
দেখেছি তোমায় যতবার
ততবার রাস্তা ফাঁকা ব্যস্ত শহরের
তুমি ছুটি, তুমি রবিবার

তুমি প্রেমের পাড়ায়
ছোঁয়ার আরাম
তুলে রেখো একটুখানি

আসছি আমি, আসছি আমি
আসছি আমি, আসছি আমি

আসছি আমি, আসছি আমি
আসছি আমি



Credits
Writer(s): Shubhanjan Basu, Shubhanjan Subhranil
Lyrics powered by www.musixmatch.com

Link