Tomar e Toh Kachhe

তোমারই তো কাছে
মরে বেঁচে আছে
আনাচে কানাচে বোবা মন
কেন হায়?
বলতে না পেরে, ব্যথাদের কোলে
ঘুমিয়ে পড়েছি যেন রেললাইনের রাস্তায়
তোমারই তো কাছে
মরে বেঁচে আছে
আনাচে কানাচে বোবা মন
কেন হায়?
বলতে না পেরে, ব্যথাদের কোলে
ঘুমিয়ে পড়েছি যেন রেললাইনের রাস্তায়
ঠিক তখনি বুঝেছি, তোমাকে খুঁজেছি ঠিক
তখনি বুঝেছি, তোমাকে খুঁজেছি
ঠিক তখনি বুঝেছি, তোমাকে খুঁজেছি ঠিক
তখনি বুঝেছি, তোমাকে খুঁজেছি
নরম নরম পাশের বালিশের মতো
জেনে বুঝে নিয়ে, ফিরে ফিরে এসো
ঠিকানা পাঠানো আছে
হাসিদের ভাঁজে ভাঁজে তাই

তোমারই তো নামে, কমে বাড়ে থামে
মনেদের গ্রামে স্পন্দন
কেন হায়?
ঘাসেদের মতো জোনাকি শরীরে
জ্বালিয়ে নিয়েছি যেন মন কেমনের অবেলায়
তোমারই তো নামে, কমে বাড়ে থামে
মনেদের গ্রামে স্পন্দন
কেন হায়?
ঘাসেদের মতো জোনাকি শরীরে
জ্বালিয়ে নিয়েছি যেন মন কেমনের অবেলায়

ঠিক তখনি বুঝেছি, তোমাকে খুঁজেছি ঠিক
তখনি বুঝেছি, তোমাকে খুঁজেছি
নরম নরম পাশের বালিশের মতো
জেনে বুঝে নিয়ে, ফিরে ফিরে এসো
ঠিকানা পাঠানো আছে
হাসিদের ভাঁজে ভাঁজে তাই

তোমারই তো কাছে
মরে বেঁচে আছে
আনাচে কানাচে বোবা মন
কেন হায়?
বলতে না পেরে, ব্যথাদের কোলে
ঘুমিয়ে পড়েছি যেন রেললাইনের রাস্তায়



Credits
Writer(s): Prasen
Lyrics powered by www.musixmatch.com

Link