Ushno Upohar

চোখ বুজে ঘুমের ভাবে
মুখটা ভাসে তোমার
আদরে ডাকা নাম
গুনগুন করে শুধুই, দেখি তোমায়

ভোর থেকে দিনের শেষে
মনের কোণে আমার
উঁকি দাও বারবার
জানো না তুমি কিছুই, ভাবি তোমায়

ও, রামধনু ভেসে আসে মন-দুনিয়ায়
আবির মাখা মনে রূপকথায়
আনমনে সুবাসে কাটে সময়
ওই নীল চোখ যেন ডাকে আমায়

চোখ বুজে ঘুমের ভাবে
মুখটা ভাসে তোমার
আদুরে ডাকা নাম
গুনগুন করে শুধুই, দেখি তোমায়

ডুবে থাকে যেন মন কথার ছোঁয়ায়
আঁকিবুকি ভাবনা তোমায় নিয়ে
লুকোনো খামে উষ্ণ উপহার
তোমার অনুভবে

খুশি মনের ভাবনা জুড়ে
আবদারই শুধু তোমার পাওনার স্রোতে
চাই না যে আর

ও, আনমনে সুবাসে কাটে সময়
ওই নীল চোখ যেন ডাকে আমায়

জলছবি আঁকি সাথে স্বপ্ন দেখার
সাথী হবে যে তুমি আমার
ভালোবেসে পাশে ডেকে ইশারায়
চাইবে যে আমায়

দেখি তোমায়
শুধু ভাবি তোমায়
শুধু তোমায়

দেখি তোমায়
শুধু ভাবি তোমায়
শুধু তোমায়



Credits
Writer(s): Avijit Samanta, Indranil Mitra
Lyrics powered by www.musixmatch.com

Link