Premer Phand Paata

প্রেমের ফাঁদ পাতা ভুবনে
প্রেমের ফাঁদ পাতা ভুবনে
কে কোথা ধরা পড়ে, কে জানে
প্রেমের ফাঁদ পাতা ভুবনে
প্রেমের ফাঁদ পাতা ভুবনে
কে কোথা ধরা পড়ে, কে জানে

গরব সব হায় কখন টুটে যায়
সলিল বহে যায় নয়নে

প্রেমের ফাঁদ পাতা ভুবনে
প্রেমের ফাঁদ পাতা ভুবনে
কে কোথা ধরা পড়ে, কে জানে

এ সুখ-ধরণীতে কেবলই চাহ নিতে
জান না হবে দিতে আপনা
এ সুখ-ধরণীতে কেবলই চাহ নিতে
জান না হবে দিতে আপনা

সুখের ছায়া ফেলি কখন যাবে চলি
বরিবে সাধ করি বেদনা
কখন বাজে বাঁশি গরব যায় ভাসি
পরান পড়ে আসি বাঁধনে

প্রেমের ফাঁদ পাতা ভুবনে
প্রেমের ফাঁদ পাতা ভুবনে
কে কোথা ধরা পড়ে, কে জানে
গরব সব হায় কখন টুটে যায়
সলিল বহে যায় নয়নে
প্রেমের ফাঁদ পাতা ভুবনে
প্রেমের ফাঁদ পাতা ভুবনে
কে কোথা ধরা পড়ে, কে জানে



Credits
Writer(s): Rabindra Tagore, Tapan Basu
Lyrics powered by www.musixmatch.com

Link