Protibeshi (Original)

বন্ধুহীন ফিরছি ঘর
মাঠের ধুলো কামড়ে ধর
এই ঠিকানায় নেই গাড়ির চাকার দাগ
প্রতিবেশী, কোনো দেওয়াল আমার নেই

কে কখন চাইছে কী
খুব অবাধ্য মোমবাতি
কোন নিয়মে আমার জানলা অল্প ফাঁক
প্রতিবেশী, কোনো গোপন শর্ত নেই

আমি জানি তুমি শুনছো গান
আমার মতোই পাতছো কান
আমার মতোই তুমিও আজকে একা

প্রতিবেশী, তুমি জানো না
তুমি যত ভাবো, আমি তত ভালো না
প্রতিবেশী, এত ভেবো না
তুমি শুয়ে পড়ো, বেশি রাত জেগো না
জেগো না

একটা কাপ, একটু চা
সাহস করেও পারছি না
এই বারান্দায় আসে রসুন পোড়ার ঘ্রাণ
প্রতিবেশী, তুমি রান্না করছো কি?

বৃষ্টি এলে বন্ধ সব
ভিজলে ভিজুক ফুলের টব
তোমার ঘরে তুমি এখন কাকে চাও?
প্রতিবেশী, তুমি আমায় ডাকছো কি?

আমি জানি তুমি শুনছো গান
ঠান্ডা জলে করছো স্নান
আমার মতোই তুমিও আজকে একা

প্রতিবেশী, তুমি জানো না
তুমি যত ভাবো, আমি তত ভালো না
প্রতিবেশী, এত ভেবো না
তুমি শুয়ে পড়ো, বেশি রাত জেগো না

প্রতিবেশী, তুমি জানো না
তুমি যত ভাবো, আমি তত ভালো না
প্রতিবেশী, এত ভেবো না
তুমি শুয়ে পড়ো, বেশি রাত জেগো না
জেগো না

বন্ধুহীন ফিরছি ঘর



Credits
Writer(s): Anupam Roy
Lyrics powered by www.musixmatch.com

Link