Biya Legechhe

সোনার পাখি, রুপোর পাখি, ফুলের ভেতর মৌ
এত ডাকি, তবু কথা কও না কেন বউ?
সোনার পাখি, রুপোর পাখি, ফুলের ভেতর মৌ
এত ডাকি, তবু কথা কয় না নতুন বউ
লাজুক চোখে আবীর লেগেছে

নতুন কনে, নতুন শাড়ি, নতুন হলুদ গায়ে
গয়নাবতী বায়না সেজেছে
পানের বাটা, চুলের কাঁটা কোথায় বিঁধে যায়
ওঠ ছুঁড়ি, তোর বিয়া লেগেছে

নতুন কনে, নতুন শাড়ি, নতুন হলুদ গায়ে
গয়নাবতী বায়না সেজেছে
পানের বাটা, চুলের কাঁটা কোথায় বিঁধে যায়
ওঠ ছুঁড়ি, তোর বিয়া লেগেছে

বলি ও রাইকিশোরী, পান সুপারি
ওঠ ছুঁড়ি, তোর বিয়া লেগেছে
বলি ও রাইকিশোরী, পান সুপারি
ওঠ ছুঁড়ি, তোর বিয়া লেগেছে

জরী বোনা বেনারসি শাড়ি
কাজল পরা চোখের গহন আলো
রাত পোহালে পর হবে ঘরবাড়ি
কাঁদিস না লো ও মেয়ে, তুই ভালো

জরী বোনা বেনারসি শাড়ি
কাজল পরা চোখের গহন আলো
রাত পোহালে পর হবে ঘরবাড়ি
কাঁদিস না লো ও মেয়ে, তুই ভালো

সোনার পাখি, রুপোর পাখি, ফুলের ভেতর মৌ
এত ডাকি, তবু কথা কও না কেন বউ?
লাজুক চোখে আবীর লেগেছে

পিতল ঘুমুর ঝুমুর ঝামুর আলতা পরা পায়ে
পাগলপারা সানাই বেজেছে
পানের পাতায় চোখ ঢেকেছে, খবর গেল গাঁয়ে
ওঠ ছুঁড়ি, তোর বিয়া লেগেছে

পিতল ঘুমুর ঝুমুর ঝামুর আলতা পরা পায়ে
পাগলপারা সানাই বেজেছে
পানের পাতায় চোখ ঢেকেছে, খবর গেল গাঁয়ে
ওঠ ছুঁড়ি, তোর বিয়া লেগেছে

বলি ও রাইকিশোরী, পান সুপারি
ওঠ ছুঁড়ি, তোর বিয়া লেগেছে
বলি ও রাইকিশোরী, পান সুপারি
ওঠ ছুঁড়ি, তোর বিয়া লেগেছে

ওঠ ছুঁড়ি, তোর বিয়া লেগেছে
ওঠ ছুঁড়ি, তোর বিয়া লেগেছে



Credits
Writer(s): Anindya Chattopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link