Gaane Aamar Puja, Pt. 2

গানই আমার পূজা, গানে পরিচয়
তাইতো জীবন মোর শুধু গীতিময়

গানই আমার পূজা, গানে পরিচয়
তাইতো জীবন মোর শুধু গীতিময়

শোনাতে এলাম গান এই আসরে
ভরিয়ে দিতে প্রাণ সুরে সুরে

গানই আমার পূজা, গানে পরিচয়
তাইতো জীবন মোর শুধু গীতিময়

অপূর্ব,অপূর্ব!
এমন মধুর কন্ঠ, এমন মধুর সুর কার কাছে শিখেছে ও?

গুরুর আশীর্বাদে পেয়েছি যে সুর
আজ তা ছড়িয়ে দেবো দূর, বহুদূর
ও ও ও, সাধনা সফল হবে যদি গো আমায়
স্নেহ দিয়ে গুরুদেব বুকে টেনে নেয়

গুরুকে জানাই আমি শ্রদ্ধা-প্রণাম
তাইতো গুরুর মান রাখতে এলাম

গানই আমার পূজা, গানে পরিচয়
তাইতো জীবন মোর শুধু গীতিময়

শোনাতে এলাম গান এই আসরে
ভরিয়ে দিতে প্রাণ সুরে সুরে

গানই আমার পূজা, গানে পরিচয়
তাইতো জীবন মোর শুধু গীতিময়

এই ছিল স্বপ্ন, চরণে যে তার
কবে দেবো অঞ্জলি এ গানে আমার
ভাবিনি পূরণ হবে স্বপ্ন এবার
আসবে সুযোগ তাকে গান শোনাবার

নত হয়ে তার পায়ে দিই আমি ফুল
করে দিয়ো ক্ষমা, গুরু, যদি হয় ভুল

গানই আমার পূজা, গানে পরিচয়
তাইতো জীবন মোর শুধু গীতিময়

শোনাতে এলাম গান এই আসরে
ভরিয়ে দিতে প্রাণ সুরে সুরে

গানই আমার পূজা, গানে পরিচয়

গানে পরিচয়
গানে পরিচয়
গানে পরিচয়



Credits
Writer(s): Gautam Susmit, Babul Bose
Lyrics powered by www.musixmatch.com

Link