Mon Holo Aaj Jhilimili

মন হলো আজ ঝিলিমিলি, পাহাড়িয়া ঝোরা
বুনো ফুলে সাজি কেন জানিস কি কেউ তোরা রে
জানিস কি কেউ তোরা রে, জানিস কি কেউ তোরা?
মন হলো আজ ঝিলিমিলি, পাহাড়িয়া ঝোরা
বুনো ফুলে সাজি কেন জানিস কি কেউ তোরা রে
জানিস কি কেউ তোরা রে, জানিস কি কেউ তোরা?

আমার সিঁদুর আছে, সোহাগ আছে, সুখেরই সংসার
ভাত আছে, কাপড় আছে, অভাব কীসের আর গো?
অভাব কীসের আর?

বর পেয়েছি, ঘর পেয়েছি, সুখ যে কপালজোড়া
কেন যে আজ সুখী আমি জানিস না কেউ তোরা

মন হলো আজ ঝিলিমিলি, পাহাড়িয়া ঝোরা
বুনো ফুলে সাজি কেন জানিস কি কেউ তোরা রে
জানিস কি কেউ তোরা রে, জানিস কি কেউ তোরা?

তোমায় পেয়ে জীবনটাকে কত ভালো লাগে
এত যে দাগ ছিল মনে বুঝিনি তো আগে তো
বুঝিনি তো আগে

বর পেয়েছি, ঘর পেয়েছি, সুখ যে কপালজোড়া
কেন যে আজ সুখী আমি জানিস না কেউ তোরা

মন হলো আজ ঝিলিমিলি, পাহাড়িয়া ঝোরা
বুনো ফুলে সাজি কেন জানিস কি কেউ তোরা রে
জানিস কি কেউ তোরা রে, জানিস কি কেউ তোরা?



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link