Jete Jete Kothay Elam Baloto

যেতে যেতে কোথায় এলাম, বলো তো
জানি না
কোনখানে পৌঁছে গেলাম, বলো তো
জানি না
বলো তো এ দেশের নাম কী
বলো তো এ দেশের নাম কী
জানি না তো

এর নাম সুখের পৃথিবী
এখানেই আমরা থাকবো, থাকবো
সত্যি?
এর নাম সুখের পৃথিবী
এখানেই আমরা থাকবো, থাকবো
এর নাম সুখের পৃথিবী

তাই বুঝি এখানের আকাশটা এত বেশি
সোনা রোদ মাখা, সোনা রোদ মাখা
পাখিগুলো দল বেঁধে যত পারে তত দূরে
মেলে দেয় পাখা, মেলে দেয় পাখা
ওই রং ওই ছবি যখন খুশি যতটা খুশি
তোমার চোখের ওই পাতাটায় আঁকবো
এখানেই আমরা থাকবো, থাকবো

এর নাম সুখের পৃথিবী

তাই বুঝি যাই দেখি, এই চোখে এত বেশি
ভালো লেগে যায়, ভালো লেগে যায়
এই ফুল-প্রজাপতি, ওই নদী, এই তরী
এত গান গায়, এত গান গায়
ওই সুর, এই কথা, যখন খুশি, যতটা খুশি
গান করে প্রাণ ভরে রাখবো
এখানেই আমরা থাকবো, থাকবো

এর নাম সুখের পৃথিবী
এখানেই আমরা থাকবো, থাকবো
এর নাম সুখের পৃথিবী



Credits
Writer(s): Gopen Mullick
Lyrics powered by www.musixmatch.com

Link